সদ্য যেসকল ছাত্র ছাত্রীরা ইন্টার পাশ করছেন, তারা এখন অপেক্ষা করছে অনার্সের ভর্তির জন্য। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যায়ে যারা অনার্স ১ম বর্ষে ভর্তি হয়, তারা প্রথমেই জানতে চায় তাদের বিভাগের বইয়ের তালিকা। তাই আজকের আর্টিকেলে আপনাদের জানিয়ে দিবো অনার্স ১ম থেকে ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা নিচে দিয়ে দেওয়া হল। আশা করি আপনাদের অনেক উপকার পাবেন।
অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষে মেজর সাবজেক্ট হলো পাঁচটি। এছাড়াও ঐচ্ছিক সাবজেক্ট রয়েছে তিনটি। সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মানবিক ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্ধ থাকে। চলুন আর দেরি না করে দেখে নিই অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাইয়ের তালিকাসমূহ।
* | অনার্স প্রথম বর্ষ | বিষয় কোড |
---|---|---|
স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক) | ২১১৫০১ | |
মেজর সাব | রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন | ২১১৯০১ |
” | পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা | ২১১৯০৩ |
” | প্রধান প্রধান বৈদেশিক সরকার (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) | ২১১৯০৫ |
” | লোক প্রশাসন পরিচিতি | ২১১৯০৭ |
ঐচ্ছিক সাব | সমাজবিজ্ঞান পরিচিতি | ২১২০০৯ |
” | অথবা, সমাজকর্ম পরিচিতি | ২১২১১১ |
” | প্রন্সিপলস অফ ইকনমিকস | ২১২২০৯ |
অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে মোট সাবজেক্ট আছে সাতটি। তবে এর মধ্যে আবশ্যিক একটি, মেজর সাব চারটি এবং ঐচ্ছিক সাব দুইটি। চলুন দেখে নেই অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা।
* | অনার্স দ্বিতীয় বর্ষ | বিষয় কোড |
---|---|---|
মেজর সাব | ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) | ২২১৯০১ |
” | বাংলাদেশ রাজনৈতিক অর্থনীতি | ২২১৯০৩ |
” | নারী রাজনীতি ও উন্নয়ন | ২২১৯০৫ |
” | প্রাচ্যের রাষ্ট্রচিন্তা | ২২১৯০৭ |
ঐচ্ছিক সাব | বাংলাদেশের সমাজবিজ্ঞান | ২২২০০৯ |
” | অথবা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি | ২২২১১৫ |
” | বাংলাদেশের অর্থনীতি | ২২২২০৯ |
” | ইংরেজি (আবশ্যিক) | ২২১১০৯ |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের বইয়ের তালিকা
যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছেন তাদের জন্য তৃতীয় বর্ষ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ২০২৪ সালের আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বছরের বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের তালিকা উপস্থাপন করছি যা নতুন শিক্ষার্থীদের জন্য খুবই জরুরী।
* | অনার্স তৃতীয় বর্ষ | বিষয় কোড |
---|---|---|
মেজর সাব | বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৯৭১ সাল থেকে) | ২৩১৯০১ |
” | আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি | ২৩১৯০৩ |
” | দক্ষিন এশিয়ার সরকার ও রাজনীতি (ভারত, পাকিস্থান, নেপাল এবং শ্রীলংকা) | ২৩১৯০৫ |
” | রাজনীতি অধ্যায়নের পদ্ধতি | ২৩১৯০৭ |
” | শান্তি এবং সংঘাত অধ্যয়ন পরিচিতি | ২৩১৯০৯ |
” | বাংলাদেশের লোক প্রশাসন | ২৩১৯১১ |
” | গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান | ২৩১৯১৩ |
” | রাজনৈতিক সমাজতত্ত্ব | ২৩১৯১৫ |
Alphabet কাকে বলে? এর প্রকারভেদ এবং তাৎপর্য জানুন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের বইয়ের তালিকা
অনার্স ৪র্থ বর্ষে মোট সাবজেক্ট হলো ৯টি। এটি অনার্সের ফাইনাল বর্ষ ও শেষ বিভাগ। তাই সকল ছাত্র-ছাত্রীদের ভালো করে পড়াশোনা করতে হয়। কারণ এই বর্ষে কোন রকম রেজাল্ট খারপ হলে পুনরায় তাকে ১ বছর লোকশান করে সামনের বছর আবার পরীক্ষা দিতে হয় এবং সেই সাথে সকল সাবজেক্টে পাশ করতে হয়।
* | অনার্স চতুর্থ বর্ষ | বিষয় কোড |
---|---|---|
মেজর সাব | রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা | ২৪১৯০১ |
” | বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন | ২৪১৯০৩ |
” | সরকারি নীতি পরিচিতি | ২৪১৯০৫ |
” | পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি: চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া | ২৪১৯০৭ |
” | পরিবেশ ও উন্নয়ন | ২৪১৯০৯ |
” | বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক | ২৪১৯১১ |
” | বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া | ২৪১৯১৩ |
” | বিশ্বায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ | ২৪১৯১৫ |
” | আধুনিক রাষ্ট্রচিন্তা | ২৪১৯১৭ |
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ