আইপিএলে কে কি পুরষ্কার জিতেছে দেখে নিন !

আইপিএল খেলা মানেই অর্থের ঘড়িঘটা। প্রতি বছরের ন্যায় এবারও আইপিএল খেলা খুব জাকজমকভাবে সম্পন্ন হয়েছে। এবারের ফাইনালিস্ট ছিল যে দুটি দল তা হলো হায়দরাবাদ-কলকাতা। দুটি দলই দুর্দন্ত লড়াই করে ফাইনালে উঠেছে। গেল ২৭ মে কলকাতা বনাম হায়দরাবাদ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় বারের মতো ট্রফি ঘরের তুললো কলকাতা। এর আগে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল। চলুন আর দেরি না করে দেখে নেয় ২০২৪ আইপিএলে কে কি পুরষ্কার জিতেছে এক নজরে দেখে নেই।

১৭ তম আইপিএল খেলায় চ্যাম্পিয়ন দল হলো কলকাতা এবং রানাস আপ দল হলো হায়দরাবাদ। রানাস আপ দল পেয়েছে ১২.৫ কোটি রুপি। চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ কোটি রুপি। এছাড়াও অন্যন্য যে সকল প্রাইজমানি যা পেয়েছে নিচে দেওয়া হলো।

ডট বলস অব দ্য ফাইনাল- হারশিত রানা-কেকেআর (১ লাখ রুপি)

মোস্ট ফোরস অব দ্য ফাইনাল- রহমানউল্লাহ গুরবাজ-কেকেআর (১ লাখ রুপি)

মোস্ট সিক্স অব দ্য ফাইনাল- ভেঙ্কটেশ আইয়ার-কেকেআর (১ লাখ রুপি)

ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ- মিচেল স্টার্ক-কেকেআর (১ লাখ রুপি)

ম্যান অব দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (৫ লাখ রুপি)

মূল্যবান খেলোয়াড়- সুনিল নারিন-কেকেআর (১০ লাখ রুপি)

আসরসেরা ক্যাচ- রামানদিপ সিংহ-কেকেআর (১০ লাখ রুপি)

বেস্ট স্ট্রাইক রেট- জেক ফ্রেসার-দিল্লি ক্যাপিটালস (১০ লাখ রুপি)

ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন- সুনিল নারিন (১০ লাখ রুপি)

সর্বোচ্চ ছয়- অভিষেক শর্মা-হায়দরাবাদ (১০ লাখ রুপি)

সর্বোচ্চ চার- ট্রাভিস হেড-হায়দরাবাদ (১০ লাখ রুপি)

ফেয়ার প্লে- সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)

সর্বোচ্চ রান সংগ্রহক- বিরাট কোহলি-বেঙ্গালুরু (১০ লাখ রুপি)

সর্বোচ্চ উইকেটশিকারি- হারশাল প্যাটেল-পাঞ্জাব কিংস (১০ লাখ রুপি)

সেরা উদীয়মান- নিতিশ রেড্ডি-হায়দরাবাদ (১০ লাখ রুপি)

সেরা পিচ ও গ্রাউন্ড- হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (৫০ লাখ রুপি)

রানার্সআপ- সানরাইজার্স হায়দরাবাদ (১২.৫ কোটি রুপি)

চ্যাম্পিয়ন:- কলকাতা নাইট রাইডার্স (২০ কোটি রুপি)

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ