গত ২২ মার্চ হতে শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল টি টোয়েন্টি। খেলা শুর হলেও, আইপিএলের সম্পূর্ণ সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের ১৭তম আসর চলেছে। তবে ৭ই এপ্রিলের পর কবে, কোথায়, কখন বাকি ম্যাচগুলো হবে সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। লোকসভা নির্বাচনের জন্য ২১টি আইপিএল খেলার সময় সূচি প্রকাশ করা হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের তফসিল। বোর্ডের (বিসিসিআই) একাধিক আধিকারিক জানিয়েছেন যে, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরে বাকি সূচি প্রকাশ করা হবে। এদিকে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে আইপিএল ফাইনাল কোথায় হবে।
শুধু আইপিএল ফাইনালের ভেন্যুই নয়, একই সাথে প্লে অফের ভেন্যুও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। পিটিআইকে বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম মেনেই গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজন করছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ঘরের মাঠ চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই আইপিএলের বাকি সময়সূচি প্রকাশ করবে বোর্ড।
কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল, এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ মে। সর্বশেষ আপডেট জানা যায়, ১৭ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে হতে পারে। একটি কোয়ালিফায়ার ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হবে এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরেকটি কোয়ালিফায়ার হবে।
এছাড়াও বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলে একটিও প্লে-অফ ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স। গত বছরও ক্রিকেটের নন্দনকাননে কোনো প্লে-অফ ম্যাচ হয়নি। ইডেন গত বছর ২০২২ সালের আইপিএলের ২টি প্লে অফ ম্যাচ পেয়েছিল।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।