আইপিএল মানেই একটি অন্য রকম উন্মাদনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসরের নিলাম হতে চলেছে ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ১০ ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে তাদের পছন্দ মতো বিটের মাধ্যমে প্লেয়ার ক্রয় করতে পারবে।
গেল বিশ্বকাপে কিছু ভালো খেলোয়ার রয়েছে যারা এই নিলামে অংশগ্রহন করবে। আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড পাঁচজন দাম ১০ কোটির অধকি হতে পারে বলে আশা করা যাচ্ছে।
আইপিএল ২০২৪: রিটেইন-রিলিজ়ের পর ১০ ফ্র্যাঞ্চাইজির তালিকা
১. শার্দুল ঠাকুর
ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি দক্ষতার সাথে ব্যাট ও বল করে থাকেন, এছাড়াও যেকোন ম্যাচ কে তিনি জিতাতে সক্ষম। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন তার দাম ছিল ১০.৭৫ কোটি টাকা। তাই আশা করা হচ্ছে তাকে নিয়ে আইপিএলের নিলাম লড়াই করা হবে। ফলে ১০ কোটির বেশি দাম উঠতে পারে বলে আশা করা যায়।
২. জোফরা আর্চার
ইংল্যান্ড দলের সুপারস্টার জোফরা আর্চার। ২০২২ ও ২০২৩ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে অংশ ছিলেন তিনি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে ইনজুরির কারণে ২০২২ সালের খেলতেই পারেন নি। তবে ২০২৩ সালের মৌসুমে ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন। ২০২৪ মৌসুমে এই তারকা খেলবে বলে জানা যায়। কিন্তু MI তাকে নিলামের আগেই ছেড়ে দিয়েছে। তিনি যখন মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তখন তার মূল্য ছিল ৯ কোটি টাকা।
তিনি দুর্দান্ত বোলিং করেন এবং যেকোন ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারেন। তাই সকল ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার জন্য মুখিয়া হয়ে থাকবেন। ফলে আশা করা যায়, তার দাম ১০ কোটির অধিক উঠতে পারে।
৩. মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার নাম করা বলিংয়ের মধ্যে একজন হলো মিচেল স্টার্ক। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে নিজের নামকে আরও উজ্জ্বল করে তুলে ধরেছেন। আইপিএল ২০২৪ নিলামে মিচেল স্টার্ক সবচেয়ে বড় নামগুলির মধ্যে একটি হবেন তার বলার অপেক্ষা রাখেনা। এই বাঁহাতি পেসার ২০১৪ ও ২০১৫ সালে আরসিবির হয়ে দুইটি মৌসুম খেলেছেন। ২৭ ম্যাচ খেলে ৩৪ উইকেটও নিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তিনি আর লিগে অংশ নেননি। সম্প্রতি জানা গেছে এবারের নিলামে অংশ নেবেন। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে সব ফ্র্যাঞ্চাইজি তাকে দলে রাখতে চাইবে। সেক্ষেত্রে নিলামে তার দাম ১০ কোটির অধিক হতে পারে।
৪. রচিন রবীন্দ্র
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নিউজিল্যান্ডে সেরা খেলোয়াড়ের তকমাটা হলো রচিন রবীন্দ্র। এবারের বিশ্বকাপে তিনি তিনটি শতরান এবং দুইটি হাফ সেঞ্চুরি হাকিয়েছেন। ১০ ইনিংসে ৫৭৮ রান করে সেরা স্থানে অবস্থান করছে। এছাড়াও বল হাতে ছয়টি উইকেটও তুলে নিয়েছেন, যা যেকোনো ফ্র্যাঞ্চাইজির জন্য সম্পূর্ণ খেলোয়াড় করে তোলে। তাই এবারের আইপিএল ২০২৪ নিলামে তিনি সবচেয়ে আলোচিত একজন হবেন বলে আশা করা যায়।
৫. ট্র্যাভিস হেড
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড। ফাইনালে অবিশ্বাস্য এক ব্যাটিং করে দলেকে টফি এনে দেন ট্র্যাভিস হেড। এছাড়াও পুরো বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করে দলকে ফাইনালের দরজায় নিয়ে যান। বাঁ-হাতি এই ব্যাটসম্যান দুর্দান্ত ফরমে রয়েছে। তাই আইপিএল ২০২৪ নিলামে যে কোনও মূল্যে তাকে পেতে চাইবে।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।