আইপিএল ২০২৪ সময়সূচী – IPL খেলার সময় সূচি ২০২৪

অপেক্ষার পালা শেষ প্রকাশ হলো আইপিএল ২০২৪ সময়সূচী। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ এর সময়সূচী ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী মাসের ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে।

কিন্তু আইপিএল ২০২৪ সময়সূচী সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। প্রথম ২১টি ম্যচের সূচি প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞ মনে করছেন, লোকসভার নির্বাচনের করণে পুরো সূচি প্রকশ করা সম্ভব হয়ে ওঠে নি। তবে খুব শীঘ্রই বাকি সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আইপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচ ২৬ মে খেলা হতে পারে। আইপিএলের ১৭ তম আসর শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

আইপিএল ২০২৪ নিলামে যে পাঁচজন খেলোয়াড়ের দাম ১০ কোটির অধিক হতে পারে

আইপিএল ২০২৪ সময়সূচী – বাংলাদেশ সময় অনুযায়ী

প্রথম ১৫ দিনের ম্যাচের সয়য়সূচী –

১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ – (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
২. পাঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ – (মোহালি, বিকেল ৪টা)।
৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ – (কলকাতা, ৮টা)।
৪. রাজস্থান বনাম লখনৌ- ২৪ মার্চ – (জয়পুর, বিকেল ৪টা)।
৫. গুজরাট বনাম মুম্বাই- ২৪ মার্চ – (আহমেদাবাদ, রাত ৮টা)।

৬. আরসিবি বনাম পাঞ্জাব- ২৫ মার্চ – (বেঙ্গালুরু, রাত ৮টা)।
৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ – (চেন্নাই, রাত ৮টা)।
৮. হায়দরাবাদ বনাম মুম্বাই- ২৭ মার্চ – (হায়দরাবাদ, রাত ৮টা)।
৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ – (জয়পুর, রাত ৮টা)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ – (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব- ৩০ মার্চ – (লখনৌ, রাত ৮টা)।

১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ – (আহমেদাবাদ, বিকেল ৪টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ – (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান- ১ এপ্রিল – (মুম্বাই, রাত ৮টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ- ২ এপ্রিল – (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল – (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব- ৪ এপ্রিল – (আহমেদাবাদ, রাত ৮টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল – (হায়দরাবাদ, রাত ৮টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল – (জয়পুর, রাত ৮টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি- ৭ এপ্রিল – (মুম্বাই, রাত ৮টা)।
২১. লখনৌ বনাম গুজরাট- ৭ এপ্রিল – (লখনৌ, রাত ৮টা)।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ