আজকের বিপিএল খেলা ২০২৪ | বিপিএল লাইভ, সময়সূচী

আজকের বিপিএল খেলা : গত ১৯ জানুয়ারী শুক্রবার হতে শুরু হয়েছে দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। বিপিএল খেলার ৫তম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। বিপএলে মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও একটু একটু করে জমে উঠেছে এবার বিপিএল। তাই যারা জানেন না আজকের বিপিএল খেলা কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত হবে, তাদের জন্য এই পোস্টটি।

আজকের বিপিএল খেলা ২০২৪

অনেকেই আছেন যারা জানতে চাই আজকে বিপিএল খেলা আছে কিনা। শুধু তাই নয়, এ বিষয়টি সম্পর্কে গুগলে সার্চ দিয়ে খুজাখুজি করতে থাকে। তাদেরকে বলবো খেলা সম্পর্কে যেকোন তথ্য আমাদের সাইট খেলাটুডে থেকে জানতে পারবেন।

বিপিএলে আজকের খেলা –

  • দুর্দান্ত ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ৫তম ম্যাচ, দুপুর ১টা ৩০ মিনিট, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
  • ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স, ৬তম ম্যাচ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

উপরের আজকের বিপিএল খেলা কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত হবে সেই বিষয় সম্পর্কে জানলাম। তবে পাশাপাশি আপনাকে জানতে হবে বিপিএল লাইভ খেলা কিভাবে দেখবেন সেই বিষয়টা জানাও খুব গুরত্বপূর্ণ। তাই নিচে খুব সহজে বিপিএল খেলা লাইভ, লাইভ-স্কোর, বিপিএল লাইভ খেলা দেখার উপায় সেই বিষয় নিয়ে নিচে আলোচনা করবো।

বিপিএল লাইভ সম্প্রচার

বর্তমানে প্রায় সকল বাড়িতেই টিভি রয়েছে। খুব সহজেই বিপিএল খেলা দেখতে পারবেন। টিভিতে যে দুটি চ্যানেলে বিপিএল খেলা লাইভ সম্প্রচার করা সেগুলো হলো জি টিভি, টি স্পোর্টস। আপনি চাইলে বিপিএলে সব কয়টি ম্যাচ ঘরে বসে এই দুটি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার ম্যাচ উপভোগ করতে পারবেন।

দেশের বাইরে থেকে যে সকল চ্যানেলে আজকের বিপিএল খেলা দেখতে পারবেন।

  • বাংলাদেশ : জি টিভি, টি স্পোর্টস
  • ভারত : স্টার স্পোর্টস
  • পাকিস্থান : জিও সুপার নেটওয়ার্ক
  • শ্রীলঙ্কা : ডিস্পোর্টস
  • অস্ট্রেলিয়া : বিটি স্পোর্ট
  • যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড : স্কাই স্পোর্টস
  • কানাডা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র : ডিজনি+, হটস্টার

বিপিএল খেলা লাইভ দেখার অ্যাপস

আজকাল এমন মানুষ দেখা দূশকর যাদের হাতে স্মার্ট মোবাইল ফোন নাই। যে কোন সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন কোন অ্যাপের মাধ্যমে বিপিএলে লাইভ খেলা দেখতে পারবেন।

বিপিএল লাইভ দেখতে প্রথমে ইন্টারনেট কানেকশন দিতে হবে। পরবর্তীতে (G TV Live sports, Live Sports HD Tv, Yahoo Sports, Daraz, ZEE5, SonyLiv) এদের যেকোন অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা দেখতে পারবেন।

বিপিএলে আজকের ম্যাচ

বিপিএলে আজকের ম্যাচ

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ