আজ রাতে মেসি রোনালদোর লড়াই, ইন্টার মায়ামি ও আল নাসর লড়াইয়ে কে বেশি শক্তিশালী!

আজ রাত ১২ টার সময় সৌদিতে মুখোমুখি হতে চলেছে মেসির ইন্টার মায়ামি বনাম রোনালদোর আল নাসর। দুই দলেই রয়েছে তাড়কার মেলা। ইউরোপের বাইরের ক্লাবগুলোতে খুব কমই এত তাড়কা দেখা যায়। তাড়কার দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর দল অনেক এগিয়ে রয়েছে, কেননা বিশাল অর্থ খরচের বিনিময়ে দল সাজাচ্ছে সৌদির এই ক্লাব। অন্যদিকে ইন্টার মায়ামি কাছে সবচেয়ে বড় ইতিহাস হলো লিওনেল মেসি। শক্তিমত্তার দিক দিয়ে আল নাসর এগিয়ে থাকলেও লড়াইয়ে নামতে প্রস্তুত মায়ামি।

আজকের দুই দলের লড়াই শুরুর একাদশে নাও দেখা যেতে পারে ক্রিস্তিয়ানো রোনালদোকে। এর মুল কারণ হলো তার কিছুটা ইনজুরি রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে মেসি রোনালদোর লড়াই। শেষবার তারা মাঠে নামেন গত বছরের শুরুতে। সেই ম্যাচে লিওনেল মেসি পিএসজির হয়ে খেলেছিলেন, অন্যদিকে রোনালদো আল নাসর সবে যোগ দেওয়ার পরেই ম্যাচটি খেলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচটি ৪-৫ গোলে জয় পায় পিএসজি।

পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে এই দুই চির প্রতিদ্বীর লড়াই দেখার জন্য। শক্তিশালী আল নাসর বিপক্ষে মেসি বাহিনীদের কঠিন পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। দলটি ডিফেস্ট, মিটফিল্ড সব জায়গাতেই দারুন খেলোয়ার রয়েছে। এটাকিংয়ে রোনালদো না থাকলেও রয়েছে সেনেগানের সাদিও মানে, ব্রাজিলের তালিসকা। এটাকিংয়ে এই দুই তাড়কা দুর্দান্ত ফরমে থাকার দরুন, তাদেরকে সামলাতে খানিকা বেগ পেতে হতে পারে।

শেষ পর্যন্ত কে জিতবে তা জানা যাবে আজ রাতে ম্যাচে। গত ম্যাচে মেসির মায়ামি আল-হিলালে কাছে পরাজিত হয়। সৌদি সফরের শেষ ম্যাচে কঠিন চ্যালেঞ্জকে মুকাবেলা করে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে ইন্টার মায়ামি

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top