আর্জেন্টিনা বনাম কানাডা হেড টু হেড পরিসংখ্যান: রেকর্ড, ইতিহাস, ফলাফল, কোপা আমেরিকা ২০২৪ সেমিফাইনাল

কোপা আমেরিকার ২০২৪ সেমিফাইনাল ম্যাচ, আগামীকাল মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা বনাম কানাডা দুই দল। গত ম্যাচে আর্জেন্টিনা দল উরুগুয়ের সাথে লড়াই করে শেষ পর্যন্ত ট্রাইফিকারে ৪-২ গোলে জয় লাভ করে সেমিতে এসে পৌসেছে লিওনেল মেসি দল। এদিকে প্রথমবার কানাডা কোপা আমেরিকা খেলতে নেমে রীতি মতো চমক দেখিয়েছে। প্রথম আসরেই সেরা দিয়ে সেমিফাইনাল খেলছে। আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায় মেটলাইফ স্টেডিয়ামে। তার আগে দেখে নেই আর্জেন্টিনা বনাম কানাডা হেড টু হেড পরিসংখ্যান, রেকর্ড, ইতিহাস, ফলাফল।

আর্জেন্টিনা বনাম কানাডা হেড টু হেড রেকর্ড, ইতিহাস, ফলাফল

ইতিমধ্যেই কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে, কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়েছে। এবার বাকি রইলো সেমিফাইনালের লড়াই। যা আগামীকাল থেকে শুরু হবে। আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া এই চারটি দল সেমিফাইনালে লড়াই করবে। এক নজরে দেখে নেই কোন দল, কোন দলের সাথে মুখোমুখি হবে।

উরুগুয়ে বনাম ব্রাজিল লাইভ স্কোর

প্রথম সেমিফাইনাল: আর্জেন্টিনা বনাম কানাডা

দ্বিতীয় সেমিফাইনাল: উরুগুয়ে বনাম কলম্বিয়া

আর্জেন্টিনা কানাডার বিপক্ষে মাত্র দুই বার একে অপরের মুখোমুখি হয়েছে। প্রথবার ২০১০ সালে প্রীতি ম্যাচে এবং দ্বিতীয় বার ২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্বে।

প্রথম ম্যাচ ২০১০ সালে বুয়েনস আইরেসে সেই প্রীতি ম্যাচটি ৫-০ ব্যাবধানে আর্জেন্টিনা দল জয় লাভ করে। আর দ্বিতীয় বার কোপা আমেরিকা ২০২৪ সালের গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-০ ব্যাবধানে জয় লাভ করে লিওনেল স্কালোনি দল।

আর্জেন্টিনা বনাম কানাডা পরিসংখ্যান

মোট ম্যাচআর্জেন্টিনা জয়ড্রকানাডার জয়

আর্জেন্টিনা বনাম কানাডা লাইভ স্ট্রিম ও টিভি চ্যানেল

দেশটিভি চ্যানেললাইভ স্ট্রিমিং
ইউএসএFS1, Univision, TUDNFubo, Fox Sports অ্যাপ/ওয়েবসাইট, ViX, Univision Now, TUDN অ্যাপ/ওয়েবসাইট
কানাডাসিটিভি টু, টিএসএন 1, 3, 4, আরডিএসTSN+, RDS অ্যাপ, CTV অ্যাপ
ইউকেপ্রিমিয়ার স্পোর্টস 1প্রিমিয়ার স্পোর্টস প্লেয়ার
অস্ট্রেলিয়াঅপটাস স্পোর্ট
ভারতসনি স্পোর্টস,
বাংলাদেশটি-স্পোর্টসটফি

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top