আর্জিন্টিনা ও ব্রাজিল ফুটবল ইতিহাসের সেরা দুই দল। বাংলাদেশে প্রায় ৯০ পারসেন্টের বেশি মানুষ সমর্থন করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলকে। এরই জেরে অনেকেই জানতে চাই আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান। তাই আজকের এই নিবন্ধে জানবো আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে ও কোন দল কতটা শক্তিশালী।
এই দুই দলের খেলা নিয়ে বিভিন্ন ধরনের বাগবিদন্ডে খবর প্রায়ই পাওয়া যায়। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ মানেই একটি চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আর্জেন্টিনা vs brazil হেড টু হেড পরিসংখ্যান
আর্জেন্টিনা vs brazil হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী মোট ১১৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে আজেন্টিনা জয় লাভ করেছে ৪১টিতে এবং ব্রাজিল জয় লাভ করেছে ৪৬টিতে। এছাড়া দুই দলের মধ্যে ড্র হয়েছে ২৬টি।
মোট ম্যাচ: ১১৩টি
আর্জেন্টিনার জয়: ৪১টি
ব্রাজিলের জয়: ৪৬টি
ড্র হয়েছে: ২৬টি
আর্জেন্টিনার জয়ের %: ৩৬.২৯%
ব্রাজিলের জয়ের %: ৪০.৭১%
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান
ফুটবলে সর্বোচ্চ টুর্নামেন্টে আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যানে মুখোমুখি হয়ে ১৪ বার। ব্রাজিল জিতেছে ৬টিতে জয় লাভ করে এবং আর্জেন্টিনা ৪টিতে জয় লাভ করে। পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল ২ ম্যাচ বেশি জয়ী হয়েছেন। এছাড়াও দুই দলের পরিসংখ্যানে ৪টি ম্যাচ ড্র হয়েছে, এবং ১টি ম্যাচ বাতিল করা হয়।
আরও দেখুন: ব্রাজিলের খেলা কবে
ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রথমবারের মতো মুখোমুখি হয় ১৯৭৪ সালের ৩০জুন। সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জয়ী হয়। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে শেষ মহাদেশীয় ম্যাচটি ১০ জুলাই ২০২১ সালে অর্থাৎ কোপা আমেরিকার ফাইনাল খেলায় যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিলো। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল হয় এবং সেই গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
- ৩০ জাুন, ১৯৭৪ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা- ব্রাজিল ২-১ – ফিফা বিশ্বকাপ
- ১৮ জুন, ১৯৭৮ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ড্রা ০-০ – ফিফা বিশ্বকাপ
- ০২ জুলাই, ১৯৮২ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ব্রাজিল ১-৩ – ফিফা বিশ্বকাপ
- ২৪ জুন, ১৯৯০ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – আর্জেন্টিনা ০-১ ফিফা বিশ্বকাপ
- ২৬ জুলাই, ২০০০ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ব্রাজিল ১-৩ – ফিফা বিশ্বকাপ
- ০৫ সেপ্টেম্বার, ২০০১ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – আর্জেন্টিনা ১-২ – ফিফা বিশ্বকাপ
- ০২ জুুন, ২০০৪ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – ব্রাজিল ৩-১ – ফিফা বিশ্বকাপ
- ৮ জুন, ২০০৫ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – আর্জেন্টিনা ৩-১ – ফিফা বিশ্বকাপ
- ১৮ জুুন, ২০০৮ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – ড্রা ০-০ – ফিফা বিশ্বকাপ
- ০৫ সেপ্টেম্বার, ২০০৯ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ব্রাজিল ১-৩ – ফিফা বিশ্বকাপ
- ১৩ নভেম্বার, ২০১৫ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – ড্রা ১-১ – ফিফা বিশ্বকাপ
- ১০ নভেম্বার, ২০১৬ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ব্রাজিল ০-৩ – ফিফা বিশ্বকাপ
- ০৫ সেপ্টেম্বার, ২০২১ – ব্রাজিল বনাম আর্জেন্টিনা – বাতিল হয় গোল হয়নি – ফিফা বিশ্বকাপ
- ১৬ নভেম্বার, ২০২১ – আর্জেন্টিনা বনাম ব্রাজিল – ড্রা ০-০ – ফিফা বিশ্বকাপ
(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)