ইংল্যান্ডকে ১২৯ রানে থামিয়ে ভারতের টানা ষষ্ঠ জয়

ক্রিকেট বিশ্বকাপে ভারত আরও একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। দলটি ছয় ম্যাচে ছয়টিতে জয় তুলে নিয়েছে। ২৯তম ম্যাচে ভারত বনাম ইংল্যান্ড খেলা হয় ভারতের লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে। শুরুতে ইংল্যান্ড টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক জস বাটলার।

এই প্রথম ভারত শুরুতে ব্যাট করতে নামে, শুরুতেই রোহিত শর্মার দল চাপে পড়ে যাই। রোহিত শর্মার ৮৭ রান ও সূর্যকুমার যাদবের ৪৯ রানে ভারত পুজি পায় ২২৯ রানের। বিপরীতে ইংল্যান্ড ব্যাট করতে নামে, শুরুটা ভালো করলেও জসপ্রিত বুমরাহ ৩০ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় ডেভিট মালানকে দিয়ে। বুমরার পরবর্তী বলেই জো-রুট শিকার হন ইএলবি ডাব্লিউ। ইংল্যান্ড দলের কেউই আর ক্রিজে বেশিক্ষণ ঠিকে থাকতে পারে নি।

শেষ পর্যন্ত জস বাটলারের দল ১২৯ রানে থেকে যায়। মোহাম্মদ শামি ৪টি উইকেট পায় এবং জসপ্রিত বুমরাহর পায় ৩ উইকেট। এই দুই প্রেসার মোট ৭ উইকেট নিয়ে দলকে ১০০ রানে জয় এনে দেয়।

-ভারত: ২২৯/৯ (৫০ ওভার)
-ইংল্যান্ড: ১২৯/১০ (৩৪.৫ ওভার)
-ভারত ১০০ রানে জয়ী

খেলা বিষয়ক সকল প্রকার তথ্য পেতে খেলাটুডে এর সাথেই থাকুন।