মেসি, সুয়ারেজ এবং নেইমার এই তিনজন একত্রে থাকা মানে বন্ধুত্বের সংকেত দেয় অনেকেই। মাঠ এবং মাঠের বাইরে এই তিন জনের সম্পর্কটা বেশ মধুর। তবে আগামীকাল নেইমারের আল হিলালের মুখোমুখি হতে যাচ্ছে মেসি সুয়ারেজের ইন্টার মায়ামি। সেক্ষেত্রে হচ্ছে না তিন বন্ধুর লড়াই। সুযোগ থাকা সত্ত্বেও মেসি নেইমারের লড়াই দেখা হাত ছাড়া হয়ে গেলো।
২০২২ সালে শেষবার এই দুই জুটি মুখোমুখি হয়েছিল। কিন্তু তখনও বিশ্বকাপ জয় করা হয়নি মেসির। এর আগে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুইজন। তবে অবাক করা বিষয় হলো ক্লাব লেবেলে মাত্র ১ বার মুখোমুখি হয়েছেন মেসি নেইমার, তাও আবার বারো বছর আগে।
তবে সুযোগ ছিল আগামীকাল এই দুই জনের লড়াইয়ের। সেক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা নেইমারের ইনজুরি। বিশাল ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকছে নেইমার। ফলে নিশ্চিতভাবে দেখতে পারবেন না হতে যাওয়া ম্যাচ।
রিয়াদ সিজন কাপে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে সৌদি আরব। সেখানেই ইন্টার মায়ামিকে ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়। এখানে মোট দুটি ম্যাচ খেলবে মায়ামি। চলুন দেখে নেই কোন কোন দলের সাথে ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।
- ৩০ জানুয়ারি রোজ মঙ্গবার ইন্টার মায়ামি বনাম আল হিলাল ম্যাচ, বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টার সময় ম্যাচটি শুরু হবে রিয়াদের কিংডম এরিনায়।
- ২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ইন্টার মায়ামি বনাম আল-নাসার ম্যাচ, বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টার সময় ম্যাচটি শুরু হবে রিয়াদের কিংডম এরিনায়।
আরও পড়ুনঃ বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।