কেন আইসিসি নাসিরকে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ?

সাকিব আল হাসানের পর নাসির হোসেনকে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি কিন্তু কেন? এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, পাশাপাশি ৬ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

আবুধাবিতে (২০২১ সালে) টি টেন খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি উপহার নিয়েছিলেন। তাতে দেখা যায় ৭৫০ ডলানের বেশি অর্থমূল্যে রয়েছে। পরে আইসিসি গেল বছরের সেপ্টেম্বরে মাসে নাসিরের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। পরবর্তীতে তার বিরুদ্ধে আনা অভিয়োগ প্রমানিত হওয়ায় আইসিসি তাকে শাস্তি ঘোষণা দেন। আইসিসির নীতিমালার অনুযায়ী নাসির ধারা ভঙ্গ করছেন। এই কারনেই আইসিসি ছয় মাসের বরখাস্ত সহ ২ বছরের জন্য নিষিদ্ধ।

সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সফর সময়সূচি

২০১১ সালে ১৪ আগস্ট নাসিরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অভিষেক ঘটে। একসময় তিনি ক্রিকেটের সবথেকে চেনা মুখ ছিলেন, কিন্তু সময়ের বিবর্তনে তিনি হারিয়ে যান। বাংলাদেশ জাতীয় দলে তাকে অলরাউন্ডার নাসির বলে সকলে চিনতো। দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top