ইলকাই গুনদোয়ানের ফুটবল ক্যারিয়ারে সাম্প্রতিক ঘটনাগুলো বেশ নাটকীয়। ২০২৩ সালে ফ্রি এজেন্ট হিসেবে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন গুনদোয়ান। বার্সার সঙ্গে তার চুক্তি ছিল দুই বছরের, কিন্তু এই চুক্তির মাঝেই তিনি বার্সা ছাড়ার ঘোষণা দেন। এরপর তিনি পুরোনো ঠিকানা, ম্যানচেস্টার সিটিতে আবার যোগদান করবে এই ফুটবলার।
গুনদোয়ানের এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে। কারণ সাধারণত খেলোয়াড়েরা এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়ার পর এত দ্রুত আবার পুরোনো ক্লাবে ফিরে যান না। বার্সেলোনা ভক্তদের জন্য এটি একটি ধাক্কা হলেও, ম্যানচেস্টার সিটির ভক্তদের জন্য এটি আনন্দের খবর।
গুনদোয়ানের জন্য ম্যানচেস্টার সিটি বরাবরই বিশেষ স্থান দখন করে ছিল। তিনি সেখানে অনেক সফল মুহূর্ত কাটিয়েছেন এবং দলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন।
গুনদোয়ান সম্প্রতি শুধু ক্লাব বদলই করেননি, বরং আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন। ৩৩ বছর বয়সে তিনি জার্মানি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। গুনদোয়ান তার ক্যারিয়ারের শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানি দলের অধিনায়ক ছিলেন। এই টুর্নামেন্টটি তার নিজের দেশের মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনা-চিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়।’ গুনদোয়ানের এই সিদ্ধান্ত অনেকের জন্যই আকস্মিক ছিল, কারণ তিনি এখনও শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে সক্ষম। তবে তিনি হয়তো মনে করেছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার মাধ্যমে ক্লাব ক্যারিয়ারে আরও মনোযোগ দিতে পারবেন।
PEP 💬[On re-signing Gundogan] It was a surprise and unexpected. We know him well… We didn't have any doubts when the possibility was open. pic.twitter.com/MbdGfMRdEz
— Manchester City (@ManCity) August 23, 2024
গুনদোয়ান এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে নতুন করে যোগ দিয়েছেন। এই চুক্তিতে ১২ মাসের মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। এই সিদ্ধান্ত গুনদোয়ানের জন্য একটি বড় পদক্ষেপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে তার পুরোনো সম্পর্ককে নতুনভাবে শুরু করছেন। সেই সাথে ক্লাবটির হয়ে আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছেন।
২০১৬ সালে পেপ গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তখন তার প্রথম সাইনিং ছিলেন ইলকাই গুনদোয়ান। পরে তিনি ২০২৩ সাল পর্যন্ত সিটিতে খেলেছেন। যেখানে তিনি ৩০৪টি ম্যাচে অংশ নিয়ে ৪০টি গোল করেছেন এবং ১৪টি ট্রফি জিতেছেন। ম্যানচেস্টার সিটিতে তার প্রথম দফায় সাতটি বছর দারুণ কেটেছে ফুটবল খেলেছেন। এখন দ্বিতীয় দফায় ফিরে তিনি খুবই উচ্ছ্বসিত। গুনদোয়ান জানিয়েছেন তিনি আবারও ম্যানচেস্টার সিটির জার্সি পরতে মুখিয়ে আছেন।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ