চেন্নাইয়ে দুই তরুণ অধিনায়কের ম্যাচ, আজ আইপিএলে গুজরাত বনাম চেন্নাইয়ের লড়াই

আইপিএলে ৭তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। বর্তমান আইপিএলের দুই তরুন অধিনায়ক একে অপরের মুখোমুখি হচ্ছে। রুতুরাজ গায়কওয়াদের সামনে শুভমান গিল। সিএসকের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় এনে দেন রিতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্সও প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম অভিষেকে জয় তুলে নেন। গত আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর অন্যদিকে গুজরাট টাইটান্সের দায়িত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া।

আইপিএল আজকের ম্যাচ

আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস।

কোথায় খেলা হবে?

ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম বা চিপাক স্টেডিয়ামে। কলকাতার ইডেন গার্ডেনের পর এটি দেশের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। যেখানে ৫০০০০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে।

কখন ম্যাচ শুরু হবে?

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তার ঠিক ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে।

গুজরাত বনাম চেন্নাই লাইভ খেলা

ম্যাচটি স্টার-স্পোর্টস টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনের মাধ্যমেই খেলা দেখতে পারবেন। তার জন্য আপনাকে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফেসবুকের মাধ্যমে গুজরাত বনাম চেন্নাই ম্যাচ উপভোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক অপসনে গিয়ে সার্চ করতে হবে IPL Today Match লিখে, তারপর অনেক লাইভ স্ট্রিমিং ভিডিও দেখতে পারবেন। সেখানে থেকে ভিডিও ওপনে করে ম্যাচ দেখতে পারবেন।

আইপিএল ফাইনাল কোথায়

চেন্নাই সুপার কিংসের একাদশ

রচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থেকশানা, মুস্তাফিজুর রহমান।

গুজরাট টাইটানসের একাদশ

শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সাই সুধারসন, আজমতুল্লাহ ওমরজাই, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, স্পেন্সার জনসন।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top