Khela TodayJune 21, 2025Last Updated: June 21, 2025
14 1 minute read
ইংল্যান্ডের সেফফিল্ড শহরে ১৯৯০ সালের ৩০ শে ডিসেম্বরে জন্মগ্রহণ করা জো রুট ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় ১৩ই ডিসেম্বর ২০১২ সালে। ভারতের নাগপুরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে ৪ টা চার দিয়ে করেন ৭৩ রান। সেখান থেকে এখনও পর্যন্ত জো রুট টেস্ট, ওডিআই ও টি টোয়েন্টিতে সর্বমোট ৩৬৫ ম্যাচ খেলে রান করেন ২১,০২৫ রান, চলুন দেখে আসি জো রুট-এর পরিসংখ্যান।
২২শে ডিসেম্বর ২০১২ সালে টি টোয়েন্টিতে জো রুটের অভিষেক হয় ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে অপরাজিত ১৫ রান করেন ৭ মল খেলে। তার পর থেকে এখনও পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ৮৯৩ রান করেন, চলুন দেখে আসি টি টোয়েন্টিতে জো রুট-এর ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান কেমন ছিলো।
টি টোয়েন্টিতে ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ
৩২
মোট রান
৮৯৩
গড়
৩৫.৭২
স্টাইক রেট
১২৬.৩১
সর্বোচ্চ রান
৯০
সর্বশেষ ম্যাচ ২১/০৬/২০২৫
টি টোয়েন্টিতে বোলিং পরিসংখ্যান
ইনিংস
৯
উইকেট
৬
সেরা বোলিং
২/৯
গড়
২৩.১৭
স্টাইক রেট
১৪.০
সর্বশেষ ম্যাচ ১৯/০৬/২০২৫
টেস্ট ক্রিকেটে জো রুট-এর পরিসংখ্যান
১৩ই ডিসেম্বার ২০১২ সালে টেস্ট ক্রিকেটে জো রুট-এর আগমন ঘটে ভারতের সাথে। তার পর থেকে টেস্ট ক্রিকেটে জো রুট এখনও পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৩,০০৬ রান। বল হাতেও জো রুট ৭১ উইকেট। চলুন দেখে আসি জো রুট এর টেস্ট ক্রিকেটের সকল পরিসংখ্যান।
টেস্টে জো রুট-এর ব্যাটিং পরিসংখ্যান
মোট
১৫৩ ম্যাচ
মোট রান
১৩,০০৬
গড়
৫০.৮
স্টাইক রেট
৫৭.৫২
সর্বোচ্চ রান
২৬২
সর্বশেষ ম্যাচ ২১/০৬/২০২৫
টেস্টে জো রুট এর বোলিং পরিসংখ্যান
ইনিংস
১৫৭
উইকেট
৭১
সেরা বোলিং
৫/৮
গড়
৪৫.৭
স্টাইক রেট
৮২.৪৯
সর্বশেষ ম্যাচ ২১/০৬/২০২৫
ওডিআই ক্রিকেটে জো রুট-এর পরিসংখ্যান
১১ই জানুয়ারি ২০১৩ সালে ভারতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই ফরম্যাটে আগমন হওয়া জো রুট ভারতের সাথে প্রথম ম্যাচে ব্যাট করতে পারেনি, তবে সেই ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছিলেন ৫১ রান। ওডিআই ফরম্যাটে জো রুট এখনও পর্যন্ত ম্যাচ খেলে করেছেন ৭,১২৬ রান। চলুন দেখি কেমন ছিলো জো রুট এর ওডিআই পরিসংখ্যান।
ওডিআই ফরম্যাটে জো রুট এর ব্যাটিং পরিসংখ্যান
মোট
১৮০ ম্যাচ
মোট রান
৭,১২৬
গড়
৪৯.১৪
স্টাইক রেট
৮৭.৬১
সর্বোচ্চ রান
১৬৬
সর্বশেষ ম্যাচ ২১/০৬/২০২৫
ওডিআই ফরম্যাটে বোলিং পরিসংখ্যান
ইনিংস
৭৭
উইকেট
২৮
সেরা বোলিং
৩/৫২
গড়
৬১.৮২
স্টাইক রেট
৬২.৬৮
সর্বশেষ ম্যাচ ২১/০৬/২০২৫
Khela TodayJune 21, 2025Last Updated: June 21, 2025