টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর ২০২৩)

আজকে ৯ নভেম্বর, ২০২৩ টিভিতে যে সকল খেলা দেখতে পারবেন সেই বিষয়ে আজকের নিবন্ধে বিস্তারিত আলোচনা। আপনি যদি এক ব্লগের মাধ্যমেই জানতে পারেন আজকে ক্রিকেট, ফুটবল, হকি আরও অন্যান্য কি ধরনের খেলা রয়েছে তাহলে হয়তো আপনার জন্য অনেকটা সুবিধা হতো।

দেখা গেল আপনার আজকে প্রিয় একটি দলের ফুটবল ম্যাচ রয়েছে কিন্তু আপনি সে সম্পর্কে জানেননি না। সেই জন্য খেলাটুডে প্রতিনিয়ত আপনাদের জানিয়ে দিবে প্রতিদিন কি ধরনের খেলা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে।

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর ২০২৩)

প্রথমত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টিভিতে আজকের খেলা অনুষ্ঠিত হবে এম চিন্নাস্বামী বেঙ্গালুরু স্টেডিয়ামে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা মধ্যে। খেলা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিট হতে।

ফুটবল

ইউরোপা লিগের গ্রুপ পর্ব মুখোমুখি হবে তুলুজ বনাম লিভারপুল ম্যাচটি শুরু হবে  রাত ১১-৪৫ মিনিট, খেলাটি দেখতে পাবেন টেন ২।

  • কারাবাগ বনাম লেভারকুসেন ম্যাচ রয়েছে, যা শুরু হবে সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট, টেন ৫
  • অ্যাথেন্স বনাম মার্শেঁই এই খেলাটি শুরু হবে সরাসরি, রাত ২টা, টেন ১
  • এবং ওয়েস্ট হাম বনাম অলিম্পিয়াকোসও খেলা রয়েছে শুরু হবে সরাসরি, রাত ২টা, টেন ২

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ

এছাড়াও অ্যাস্টন ভিলা বনাম এজেড-আলকমার ফুটবল ম্যাচও রয়েছে সরাসরি, রাত ২টা থেকে খেলাটি শুরু হবে।  টেন ৫ ম্যাচটি দেখতে পাবেন।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Scroll to Top