তিন বড় রেকর্ডের সামনে রোহিত !

অধিনায়ক রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে একটি নয়, দুটি নয়, পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন। এখন তিনি মুম্বাইয়ের সাবেক অধিনায়ক। হার্দিক পান্ডিয়ার হাত ধরেই আইপিএলের নতুন মৌসুম শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার আইপিএলে তার অধিনায়কত্বের মাধ্যমে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়নশীপ এনে দিয়েছিলেন। কিন্তু রোহিতের অধীনে মুম্বাইয়ের সোনালি যুগের কথা সবসময়ই বলা হয়েছে, স্মৃতির পাতায় থাকবে। গুজরাটের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের (রবিবার) ম্যাচের আগে জেনে নিন, এবারের আইপিএলে তিনটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্স খেলোয়াড় ২০২৪

দেখে নিন কোন ৩ মেগা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা –

  • ক্যাচের সেঞ্চুরি রেকর্ড – রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেকান চার্জার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোট ২৪৩টি ম্যাচ খেলেছেন। এতে তিনি ৯৪টি ক্যাচ নিয়েছেন। আইপিএলে রোহিত শর্মার ক্যাচের সেঞ্চুরি পূর্ণ হবে, তবে তাকে আরও ২টি ক্যাচ নিতে হবে।
  • মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ডাবল সেঞ্চুরি – রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ২০০ ম্যাচ খেলার প্রথম ক্রিকেটার হওয়ার সুযোগ পেয়েছেন। তবে তাকে আইপিএলে আরও ২টি ম্যাচ খেললেই এই মাইলফলক স্পর্শ করবেন রোহিত।
  • টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ছক্কা রেকর্ড – রোহিত শর্মা ২২ গজে প্রতিপক্ষের যে কোনও বোলারের কাছে একটা আতঙ্ক। বেশ কয়েকটি ম্যাচে চার-ছক্কার ঝাপটা মেরেছেন এই মারকূটে ব্যাটন্সম্যান। এই জন্যই তার আরেক নাম হিটম্যান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ছক্কা হাঁকাতে চলেছেন রোহিত শর্মা অরফে হিটম্যান। তবে সেজন্য তাকে, এবারের আইপিএলে আরও ১৩টি ছক্কা মারতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতের নামে ৪৮৭টি ছক্কা রয়েছে।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top