দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান হেড টু হেড পরিসংখ্যান (সর্বশেষ আপডেট)

ওয়ানডে বিশ্বকাপের ৪২ নং ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। শুক্রবার (১০ নভেম্বর, ২০২৩) ম্যাচটি শুরু হবে। আইসিসি বিশ্বকাপ ২০২৩ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ৪২তম আসর চলছে। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটি গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিট হতে।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনে জায়গা করে নিয়েছে। দলটি ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ২৪৩ রানে হেরেছে। অন্যদিকে আফগানিস্থান সেমিফাইনালে টিকে থাকতে এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেটে জয় লাভ করে।

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচের তথ্য

ম্যাচ: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, ৪২ তম ম্যাচ, ICC ক্রিকেট বিশ্বকাপ 2023

তারিখ: শুক্রবার ১০ নভেম্বর ২০২৩

সময়: দুপুর ২টা ৩০মিনিট

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান হেড টু হেড পরিসংখ্যান

ওয়ানডে ফরম্যাটে হেড টু হেড দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান মাত্র ১ বার মুখোমুখি হয়েছে। সেই ওয়ানডে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল। ফলে দেখা যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সাথে ১ বার খেলা হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচটি জয় লাভ করে।

মোট ম্যাচ: ১টি

দক্ষিণ আফ্রিকা জয়: ১টি

আফগানিস্তান জয়: ০০টি

SA বনাম AFG সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি, জেরাল্ড কোয়েটজি, আন্দিলে ফেহলুকজায়েকো, রেইড। , লিজাদ উইলিয়ামস।

আফগানিস্তান স্কোয়াড

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ, নবীন-উল হক, ফজল হক ফারুকী, রিয়াজ হাসান, আবদুল হামিদ রহমান, নজিবুল্লাহ জাদরান।

আরও দেখুন: ব্রাজিলের খেলা কবে প্রকাশ করলো নতুন সময়সূচী: ফিফা

SA বনাম AFG, বিশ্বকাপ ২০২৩: আবহাওয়ার আপডেট

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে দিনের বেলা তাপমাত্রা সর্বচ্ছো ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এবং রাতে কিছুটা শীত থাকবে তখন সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। তবে শস্তির বিষয় দিনের বেলায় বৃষ্টিপাতের মাত্র ১ শতাংশ সম্ভাবনার আছে। আবহাওয়া আপডেট অনুযায়ী  দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে বৃষ্টির কোনো বাঁধা নেই।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)