দূরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের সময়সূচী, স্কোয়াট, ঢাকা বনাম কুমিল্লা লাইভ খেলা

দূরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার আসর। ২০২৪ সালে বিপিএল খেলার দশম তম আসর হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ৭টি দলের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা বনাম কুমিল্লা বিপিএলে ১ম ম্যাচ। এখন দেখার বিষয় বিপিএলের প্রথম ম্যাচে ক্রিকেট ভক্তদের মন কতটা স্বচ্ছল।

দূরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের সময়সূচী

ম্যাচ : দূরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তারিখ : ১৯ জানুয়ারি ২০২৩

সময়: দুপুর ২টা হতে

ভেন্যু: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

ঢাকা বনাম কুমিল্লা লাইভ খেলা দেখার উপায়

বিপিএল লাইভ সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। শুরু টিভিতে নয় বিভিন্ন অ্যাপের মাধ্যমেই আপনার সময় অনুযায়ী খেলা উপভোগ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে কোন কোন চ্যানেলে বিপিএল খেলা লাইভ সম্প্রচার করা হবে।

  • জি টিভি
  • টি স্পোর্টস
  • চ্যানেল নাইন
  • নাগরিক টিভি

এছাড়া কিছু অ্যাপের মাধ্যমে বিপিএল টি টোয়েন্টি সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন। তার মধ্যে রয়েছে টফি, ক্রিকএইচডি, র‌্যাবিথোল বিডি ইত্যাদি। ফেসবুক থেকেও লাইভ খেলা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক অ্যাপ ওপেন করে সার্চ বক্সে লিখুন Today BPL Match দেখবেন আপনার সামনে অনেক লাইভ ভিডিও চলে এসেছে।

বিপিএল ২০২৪ সময়সূচী ও দল: ফাইনাল ১ মার্চ

দূরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াট

পরিসংখ্যান বলছে দুই দলের স্কোয়াট শক্তিশালী। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিছু বিদেশী প্লেয়ার রয়েছে যারা ক্রিজে থাকা কালীন যে কোন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও গত বারের চ্যাম্পিয়ন দল হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অসাধারণ পারফরম্যান্স দিয়ে তারা তাদের কাক্ষিত ট্রফি জিতে নিয়েছিলো। এবার দেখার বিষয় ২০২৪ সালের বিপিএলে প্রথম ম্যাচে কতটুকু সেরাটা দিতে পারে।

দূরন্ত ঢাকা : তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোশাদ্দেক হোসেন সৈকত, সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারকুন, সাদিরা সামাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, সাব্বির হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তৌহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথিউ ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মোহাম্মদ আনামুল হক।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top