প্রকাশিত হলো আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, রয়েছে চমকও

কাতার বিশ্বকাপের পর থেকেই কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করচ্ছেন ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে ভেনেজুয়েলার সাথে ব্রাজিল ড্র করেন। তার পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে পরাজয় বরণ করেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের অন্যতম তারকা নেইমার, উরুগুয়ে বনাম ব্রাজিল ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতরো আঘাত পেয়ে ইনজুরিতে পরে যান। পরবর্তীতে তার পায়ে অস্ত্র পাচার করা হয়।

এরই মধ্যেই প্রকাশিত হলো আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা। চলতি মাসে আর্জেন্টিনা, কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। আগামী ২৪ নভেম্বর ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা ও ব্রাজিল। এরই মধ্যেই ভক্তরা অধির আগ্রহে বসে রয়েছেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মারাকানায়।

তবে চিন্তার বিষয় হলো ফুটবলারদের ইনজুরি নিয়ে। ইতিমধ্যেই উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে ম্যাচ থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে।

নেইমারে পাশাপাশি চোটের তালিকায় রয়েছে ক্যাসেমিরো। তাই দুইজনকে ছাড়াই ২৪ সদস্যে দল ঘোষণা করলেন ব্রাজিল (কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে)।

আগামী ১৬ নভেম্বর কলম্বিয়ার মাঠে এবং ২২ নভেম্বর মারকানা স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলে বড় তরকা দলে না থাকায় খেলাটি কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলের কোচ দিনিজ।

অন্যদিকে আর্জেন্টিনা গেলো বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তারকায় ঠাসা দলটিতে ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়ার লিওনেল মেসি রয়েছে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ব্রাজিলের এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট।

ব্রাজিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। চার ম্যাচে 12 পয়েন্টে নিয়েছেন আর্জেন্টিনার এবং টেবিলের প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং চতুর্থ স্থানে ভেনিজুয়েলা সাত পয়েন্ট নিয়ে ব্রাজিলের সমান। ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডার্সন ও লুকাস পেরি
ডিফেন্ডার : ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Scroll to Top