প্রকাশ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচী!

আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যেই প্রকাশ করেছে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী। এই সিরিজে বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে তিনটি করে টি টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলা হবে। সূচী অনুযায়ী, দুইটি ভেন্যুতে সিরিজ অনুষ্ঠিত হবে। তবে অবাক হওয়ার বিষয় এখানে, ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। এই প্রথম কোন সিরিজ, যেখানে মিরপুর মাঠে অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে। ম্যাচগুলো আগামী ৪, ৬ এবং ৯ তারিখে মাঠে গড়াবে। এর পরেই শুরু হবে ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাট। যা যথাক্রমে ১৩, ১৫ এবং ১৮ তারিখ থেকে শুরু হবে। সর্বশেষ দুই টেস্ট ম্যাচ খেলা হবে। ২২ থেকে ২৬ মার্চ প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ ৩০ থেকে ৩ এপ্রিল পর্যন্ত।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচী প্রকাশ

সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কা বাংলাদেশ দলের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলে, এরপর আবার, ২০২২ সালে তারা দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসেন। তবে ২০২১ সালে, শুধু তিনটি ওডিআই ম্যাচ খেলতে আসেন।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচী

তারিখম্যাচভেন্যু
৪ মার্চ ২০২৪প্রথম টি-টোয়েন্টিসিলেট (সন্ধ্যা ৬টা)
৬ মার্চ ২০২৪দ্বিতীয় টি-টোয়েন্টিসিলেট (সন্ধ্যা ৬টা)
৯ মার্চ ২০২৪তৃতীয় টি-টোয়েন্টিসিলেট (দুপুর ৩টা)

 

তারিখম্যাচভেন্যু
১৩ মার্চ ২০২৪প্রথম ওয়ানডেচট্টগ্রাম (দুপুর আড়াইটা)
১৫ মার্চ ২০২৪দ্বিতীয় ওয়ানডেচট্টগ্রাম (দুপুর আড়াইটা)
১৮ মার্চ ২০২৪তৃতীয় ওয়ানডেচট্টগ্রাম (সকাল ১০টায়)

 

তারিখম্যাচভেন্যু
২২-২৬ মার্চ ২০২৪প্রথম টেস্টসিলেট (সকাল ১০টা)
৩০ মার্চ-৩ এপ্রিল ২০২৪দ্বিতীয় টেস্টচট্টগ্রাম (সকাল ১০টা)

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top