প্লে অফে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামচে রংপুর ও কুমিল্লা

আগামীকাল সন্ধ্যায় (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই প্রতিদ্বন্দ্বি রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু তাই নয় প্লে অফের সব কয়টি ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে।

অন্যদিকে একইদিনে ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট হতে।

তবে আজকের দ্বিতীয় ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে দুই দল। রংপুর রাইডার্স ১২ ম্যাচ খেলেছেন এবং ৯টি জয়, ৩টি পরাজয় বরণ করেছে। তবে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ম স্থান অর্জন করেছে। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স একই ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ৮টি জয়, ৪টি পরাজয় মেনে নিতে হয়।

সেক্ষেত্রে দেখতে গেলে টেবিলের ১ ও ২ দলের মধ্যে প্লে অফের খেলা দেখতে পারবো। এখন দেখার বিষয় বাঁচা পরা ম্যাচে কোন দল টিকে থাকতে সক্ষম হয়।

চলুন এবার এক নজরে দেখে আসি রংপুর ও কুমিল্লা শক্তিশালী স্কোয়াট

আইপিএল ২০২৪ সময়সূচী

রংপুর রাইডার্স দলের খেলোয়ার

  • ব্র্যান্ডন কিং
  • রনি তালুকদার
  • শেখ মেহেদী হাসান
  • সাকিব আল হাসান
  • নুরুল হাসান সোহান (অধিনায়ক)
  • জিমি নিশাম
  • টম মুরস
  • ইমরান তাহির
  • মোঃ শামীম হোসেন
  • হাসান মাহমুদ
  • আবু হায়দার রনি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের খেলোয়ার

  • লিটন দাস (অধিনায়ক)
  • সুনিল নারিন
  • তাওহিদ হৃদয়
  • নাহিদুল ইসলাম
  • মোঃ মঈন আলী
  • আন্ড্রে রাসেল
  • জাকির আলি অনিক
  • রিশাধ হোসেন
  • তানভরি ইসলাম
  • মুসফিক হাসান
  • ম্যাথু ফর্ড

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ