বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর

আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সিরিজ নির্ধারিত ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৩ টায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরুতে বাংলাদেশ দল টসে জিতে ফির্ল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই দলের কাছে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এই গরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা টিম অসাধারণ একটা ইনিংস খেলে সিরিজ জিতে নেয়।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর

– শ্রীলঙ্কা : ১৭৪/৭ (২০ ওভার)
– বাংলাদেশ : ১৪৬/১০ (১৮.৪ ওভার)
– ফলাফল : শ্রীলঙ্কা ২৮ রানে জয় লাভ করেছে।

প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা পাওয়ারপ্লেতে প্রথম উইকেট হারায়, ১৮ রানে ওপেনার ধনঞ্জয়া ডি সিলভাকে সাজ ঘরে পাঠায় তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান এনে দেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। কামিন্দু ১২ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে তালু বন্ধি হন শরিফুলের হাতে।

কুশলের ব্যাটিং থেকে আসে বড় স্কোর, ৫৫ বলে দুর্দান্ত এক ব্যাটিং করে দলকে এনে দেন ৮৬ রান। সর্বশেষ লঙ্কান শিবিরে রান স্কোর দাড়ায় ২০ ওভারে ১৭৪ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তাসকিন ও রিশাদ। এছাড়া একটি করে উইকেট নেন মুস্তাফিজ ও শরিফুল।

জবারে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় ১৩ রানে। পরবর্তীতে কোন ব্যাটার ২২ গজে টিকে থাকতে পারে নাই। তবে রিশাদ হাসানে ঝরো ব্যাটিং করে, তার ৩০ বলে ৭টি ছয় হাকিয়ে ৫৩ রানে একটি ইনিংস খেলে। অন্যান্য ব্যাটিং থেকে আসে, তাসকিন আহমেদ ২১ বলে ৩১ রান। শেষ পর্যন্ত ১৪৬ রানে ১৯ ওভার ৪ বলে থামতে হয় বাংলাদেশ দলকে।

প্রকাশ হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচী

আজকের ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়ার

১. লিটন দাস (উইকেটরক্ষক)
২. সৌম্য সরকার
৩. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
৪. তৌহিদ হৃদয়
৫. মাহমুদউল্লাহ
৬. জাকের আলী
৭. মেহেদী হাসান
৮. রিশাদ হোসেন
৯. তাসকিন আহমেদ
১০. শরিফুল ইসলাম
১১. মুস্তাফিজুর রহমান

আজকের ম্যাচে শ্রীলঙ্কা দলের খেলোয়ার

১. ধনঞ্জয় ডি সিলভা
২. কুসল মেন্ডিস (উইকেটরক্ষক)
৩. কামিন্দু মেন্ডিস
৪. সাদিরা সামারাউইক্রমা
৫. চরিথ আসালাঙ্কা
৬. অ্যাঞ্জেলো ম্যাথিউস
৭. দাসুন শানাকা
৮. ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক)
৯. মহেশ থেকশানা
১০. বিনুরা ফার্নান্দো
১১. নুয়ান থুশারা

সিলেটের প্রাথমিক পর্ব শেষ হয়েছে ২-১ ব্যবধানের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা উড়াল দেবেন চট্টগ্রামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top