বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত | নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত | রকেটে বিদ্যুৎ বিল চার্জ কত ২০২৪

প্রতি মাসেই বিদ্যুৎ বিল দিতে হয়। বিল দেওয়া নিয়ে অনেকের কাছে একটা ঝামেলা মনে হতে পারে। কিন্তু বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই যুগে বিদ্যুৎ বিল দেওয়া অনেকটাই সহজ। বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব। কিন্তু বিল দেওয়ার পর অনেকেই জানতে পারে না তার বিকাশ বা নগদে বিদ্যুৎ বিলের চার্জ কত কাটলো।

এই সকল বিষয় নিয়ে অধিকাংশ জনগনের মনে প্রশ্ন রয়েছে। তাই আমি এই আর্টিকেলে মাধ্যমে বলে দেবো বিকাশ অথবা নগদে বিদ্যুৎ বিল চার্জ কত রাখা হয়। এছাড়াও রকেটে পল্লী কারেন্ট বিল চার্জ কত। যদি এই সকল বিষয় সম্পর্কে আপনার জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত ২০২৪

মানুষের কর্ম ব্যস্ততার মাঝে জীবন সহজ করে তুলেছে মোবাইল ব্যাংকিং সেবা। এখন মানুষ চাইলে যেকোন সময় যেকোন স্থানে থেকে বিকাশের মাধ্যমে বিদুৎ বিল পরিশোধ করতে পারে।

পল্লী বিদ্যুৎ ও ডিপিডিসি (পোস্টপেইড ও প্রিপেইড)
১ থেকে ৪০০ টাকার মধ্যে৫ টাকা
৪০১ থেকে ১৫০০ টাকার মধ্যে১০ টাকা
১৫০১ থেকে ৫০০০ টাকার মধ্যে১৫ টাকা
৫০০১ টাকার উপরে হলে২৫ টাকা

 

ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪

নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত

এবার চলুন জেনে নেই নগদে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ কত টাকা রাখা হয়েছে নিচে তালিকা দেওয়া হলো।

পল্লী বিদ্যুৎ চার্জ
সর্বোচ্চ ৪০০ টাকা হলে৫ টাকা
৪০১ টাকা থেকে ১৫০০ টাকা হলে১০ টাকা
১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা হলে১৫ টাকা
৫০০১ টাকার উপরে হলে২৫ টাকা

 

রকেটে বিদ্যুৎ বিল চার্জ কত

রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ বিষয়ে চলুন নিচে দেখে নেই।

পল্লী বিদ্যুৎ চার্জ
১০০ টাকা থেকে ৪০০ টাকা হলে২.৫ টাকা
৪০১ টাকা থেকে ১৫০০ টাকা হলে৫ টাকা
১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা হলে৭.৫ টাকা
৫০০১ টাকার উপরে হলে১২.৫ টাকা

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ