প্রকাশ হলো বিপিএলের থিম সং, লিখেছেন প্রধান উপদেষ্টা

বিপিএল টি-টোয়েন্টির খেলা শুরু হতে আরও কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের থিম সং। ২০২৫ সালের এই বছরের থিম সং এর শিরোনাম হল আবার এলো বিপিএল। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ করেছেন যে বিপিএলের থিম সংটির কয়েকটি লাইন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লিখেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের থিম সং প্রকাশ করা হয়। গানটি গেয়েছেন ইউএস প্রবাসী গায়ক মুজা, সাথে ব্যান্ড তরকা রাইফ আল হাসান ও র‌্যাপার হান্নান।

২০২৫ আইপিএলের ১০ দামি খেলোয়াড়

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চমকপ্রদ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’

বিপিএলে পর্দা উঠবে আগামী বছরের ২ জানুয়ারি দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগের।

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top