বিপিএল প্রাইজমানি কত হবে ঘোষণা করলো বিসিবি – বিপিএল ২০২৪ প্রাইজমানির তালিকা

আগামীকাল (১ মার্চ) বিপিএল ২০২৪ এর ফাইনাল খেলার মধ্য দিয়ে এবারের পর্দা নামবে। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল টি টোয়েন্টি। এবারের আসর দশম তম আসর। তাই এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল প্রাইজমানি কত হবে ঘোষণা করলো।

গত বারের বিপিএল আসর চেয়ে এবারের আসরের প্রাইজমানিতে কোন রকম পরিবর্তন করা হয়নি। গত বছরে যে প্রাইজমানি রাখা হয়েছিল এবারই একই প্রাইজমানি রাখা হয়েছে।

বিপিএল চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি হবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে ১ কোটি টাকা। শুরুমাত্র চ্যাম্পিয়ন, রানার্স আপ জন্য নয়। এছাড়াও পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে ১০ লাখ টাকা। সর্বচ্ছো রান সংগ্রহকারী ও সর্বচ্ছো উইকেট সংগ্রহকারী পাবে ৫ লাখ টাকা। অন্যদিকে ফাইনালে সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

প্রকাশ হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচী!

আগামীকালের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল। কালকের এই বাঁচা মরার লড়ায়ে কোন দল ২০২৪ বিপিএল আসরের চ্যাম্পিয়ন দলের তকমা জিতে নিতে পারবে এবং কোন দল রানার্স আপ হতে চলেছে সেটাই দেখার অপেক্ষা ক্রিকেট ভক্তদের।

একনজরে বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

রানার-আপ দল – ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top