বিপিএল ২০২৪ : একনজরে ৭ দলের অধিনায়কের নাম

মাত্র দু’দিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে দেশীয় টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বাংলাদেশে প্রিমিয়ার লীগের দশম তম আসর। ৭ টি ফ্রাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৯ জানুয়ারি)। বিপিএলের প্রথম দিনের খেলায় দুইটি ম্যাচ খেলা হবে। এখন সকল ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, বিপিএলের ৭ দলের হয়ে নেতৃত্ব দিবেন কে কে? ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, বিপিএল নেতৃত্ব দেবেন ৭ দলের অধিনায়কদের নাম।

বিপিএল ৭ দলের অধিনায়কের নাম

প্রথমেই আশা যাক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অধিনায়কত্ব পেয়েছে শুভাগত হোম।  এদিকে সাকিব আল হাসান অধিনাকায়ত্ব না নেওয়ার ফলে রংপুর রাইডার্সের হয়ে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। নতুন মুখ লিটন কুমার দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে আছেন। যেখানে ইমরুল কায়েসকে সরিয়ে নতুন দায়িত্ব পেলেন এই ওপেনার।

এছাড়াও খুলনার হয়ে নতুন আরেক মুখ নেতৃত্ব দিবেন এবারের বিপিএলে তিনি হলেন ওপেনার এনামুল হক বিজয়। এবার মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর অধিনায়কের ভার তুলে দিয়েছে দুর্দান্ত ঢাকা। ফরচুন বরিশাল হয়ে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল।

সর্বশেষ মাশরাফি বিন মোর্ত্তজাকে সিলেট স্ট্রাইকার্সের হয়ে অধিনায়কে দেখা যাবে। গত বছরও তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে নেতৃত্ব প্রদান করেছেন। টানা দ্বিতীয় বারের মতো তিনি দলকে নেতৃত্ব দিবেন।

বিপিএলের ৭ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ২০২৪

একনজরে ৭ দলের অধিনায়কত্বে থাকছেন যারা

  • রংপুর রাইডার্স – নুরুল হাসান সোহান (অধিনায়ক)
  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স – লিটন দাস (অধিনায়ক)
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – শুভাগত হোম (অধিনায়ক)
  • খুলনা টাইগার্স – এনামুল হক বিজয় (অধিনায়ক)
  • দুর্দান্ত ঢাকা – মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক)
  • সিলেট স্ট্রাইকার্স – মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক)
  • ফরচুন বরিশাল – তামিম ইকবাল (অধিনায়ক)

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ