ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছে ভারত, সেই সাথে টানা ৭ম তম ম্যাচ অপরাজিত রয়েছে। চলতি মৌসুমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। এর আগে শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়।
জবাবে রোহিত শর্মা ২ বলে ৪ রান করে দিলশান মাদুশঙ্কা বলে বোল্ড আউট হন। পরবর্তীতে বিরাট কোহেলি ও শুভমান গিল ১৯৩ রানের জুটি করে। তবে শুভমান গিল ৯২ রান করেন ৭ রানের জন্য সেঞ্চুরি হলো না। একই ঘটনা বিরাট কোহেলিও। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের ফিফটিতে দলীয় রান এসে দ্বারায় ৫০ ওভারে ৩৫৭ রান।
আরও পড়ুন: ব্রাজিলের খেলা কবে | Brazil er khela kobe
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দেয়া ৩৫৮ রান তারা করতে নেমে রিতিমতো নাকানি-চুবানি খেতে হয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের বোলিং তোপের সামনে ঠিকতেই পারলো না লঙ্কান ব্যাটাররা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই স্কোরহীন, দুইজন আউট হয়েছেন ১ রান করে। ছয় নম্বরে অ্যাঞ্জেলো ম্যাথুস ১২ ও কাসুন রাজিথা ১৪ এবং মহিশ থিকসানা ১৪ রানে অপরাজিত থাকে। সর্বশেষ শ্রীলঙ্কার ১৯ ওভার ৫ বলে ৫৫ রান করে লজ্জার হার।
শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে মূল খেলোয়াড় ছিলেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। শামি ১৮ রানে ৫ ও সিরাজ ১৬ রানে ৩ উইকেট নেন। শেষমেষ ভারত ৩০২ রানে জয়ী।
দিলশান মাদুশঙ্কা ৫ উইকেট নিয়েছেন।