ব্রাজিলের খেলা কবে | Brazil er khela kobe | ব্রাজিলের খেলার সময়সূচি ২০২৩

ব্রাজিল ফুটবল ইতিহাসের বিখ্যাত একটি দল। কারণ ব্রাজিলের পাঁচবার ফুটবল বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে। বর্তমান বিশ্বে ব্রাজিল সমর্থকের পরিমাণ রয়েছে অসংখ্য। তাই এই ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় দলের খেলা মিস করতে চাইবে না। কিন্তু ব্রাজিলে খেলা কবে হবে এই সম্পর্কে অনেকে জানতে চাই। আজকের নিবন্ধে জানবো ব্রাজিলের খেলা কবে ও ব্রাজিলের খেলার সময়সূচি ২০২৩।

ব্রাজিলের খেলা কবে ২০২৩

ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ গত ম্যাচে ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচে ০-২ গোলে পরজয় গমন করে নেইমানের দল। ৪ ম্যাচের মধ্যে দুইটি জয় ও একটি ড্র এবং একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। ২০২২ বিশ্বকাপের পড় তাদের প্রথম হার উরুগুয়ের বিপক্ষে।

আশা করা যায় তাদের পরবর্তী ম্যাচে ঘুরে দাড়বে আগের ফর্মে। ব্রাজিলের পরবর্তী ম্যাচে নেইমারের ইনজুরি কাটিয়ে পূর্ণরুপে আবার মাঠে নামবেন।

  • ব্রাজিলের পরবর্তী ম্যাচ ব্রাজিল বনাম কলম্বিয়া ১৭ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬:০০ টায় এস্তাদিও মেট্রোপলিটান স্টেডিয়াম শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: আর্জেন্টিনার খেলা কবে ২০২৩: আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচী

ব্রাজিলের খেলার সময়সূচি ২০২৩ (বিশ্বকাপ বাছাইপর্বে)

এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের খেলার সময়সূচি। যেখান থেকে সহজেই জানতে পারবেন ব্রাজিলের খেলা কবে, কোথায় এবং কখন হবে। এছাড়াও এই সময়সূচী নিয়মিত আপডেট করা হবে। আপনার খেলা দেখার সুবিধার কথা বিবেচনা করে এটি করা হয়েছে।

[table id=8 /]

ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচ লাইভ দেখার উপায় | ব্রাজিলের খেলা কবে

ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচ লাইভ

বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে। স্টেডিয়ামে বসে এসব খেলা সরাসরি দেখা সম্ভব হয়ে উঠে না। তবে স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারলে, তখন আমরা টিভি চ্যানেজ ও অনলানে লাইভ দেখতে পারবো। আর টিভিতে লাইভ ব্রাজিলের খেলা দেখতে চাইলে। তাহলে নিচে উল্লেখিত চ্যানেলগুলোতে নজর রাখতে হবে। যেখানে বিভিন্ন চ্যানেলগুলোতে ব্রাজিলের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

তবে সবসময় যে টিভিতে বসে খেলা দেখতে পারবেন তা নয়। কারণ কাজের ব্যস্ততার দরুন বিভিন্ন সময় বাইরে থাকতে হয়। সেই সময়ে আপনি অনলাইনে ব্রাজিলের লাইভ খেলা দেখতে পারবেন। ব্রাজিলের লাইভ ফুটবল খেলা দেখতে পারবেন এমন কিছু লাইভ ফুটবল আ্যপের নাম শেয়ার করতে যাচ্ছি।

  • ট্রফি অ্যাপ (Toffee App)
  • হটস্টার (Hotstar)

এছাড়াও ফেসবুকে লাইভ খেলা দেখা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে Brazil live match today লিখে সার্চ বাটনে ক্লিক করুন। দেখতে পাবেন অনেক লাইভ ম্যাচের ভিডিও আপনার সামনে এসে যাবে। সেখান থেকে ভিডিওতে ক্লিক করে খেলা দেখতে থাকুন।

Scroll to Top