আগামী ১০ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজে ৩টি ওডিআই, ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজকে সমনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে দলে জায়গা হয়নি অধিনায়ক টেম্বা বাভুমার।
তার বদলে দলকে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম। টেম্বা বাভুমার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে না থাকলেও টেস্ট সিরিজে দলে থাকবেন। গেল বিশ্বকাপে ব্যাট হতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সেজন্য তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং টেস্টে মনোনিবেশ করবেন।
চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াট:
নান্দ্রে বার্গার, এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ডোনোভান ফেরেইরা, ম্যাথু ব্রিৎজ, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ, হেনরিখ ক্লাসেন, জেরাল্ড কোয়েটজে, অ্যান্ডিলো ফেহলুকায়ো, লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি, লিজার্ড উইলিয়ামস এবং ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াট:
নান্দ্রে বার্গার, ওটনিয়েল বার্টম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জোর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, লিজার্ড উইলিয়ামস এবং কাইল ভেরেইনি।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।