ভূমিকম্পে কাঁপলো দেশ

আজ মঙ্গলবার সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ। রাজধানীসহ সারা দেশে এই কম্পনটি অনুভূত হয়েছে বলে জানা যায়। তবে সস্তির বিষয় এই যে কোন ক্ষয়ক্ষতির খবর শোনা যাই নি। ভূমিকম্পটি সকাল ৭টা বেজে ৫ মিনেটে আঘাত হানে। তবে রিকটার স্কেলে এখনও জানা যায় নি দেশে ঠিক কত মাত্রায় কম্পনটি হয়েছিল।

খবর সূত্রে জানা যায় ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৬১৮ কিলোমিটার দূরে চীনের জিনজিয়াং।

নতুন বছরে বিটিসিএলে বড় নিয়োগ

বাংলাদেশ বাদেও চীন, নেপাল, ভুটান এবং ভারতের পশ্চিমবঙ্গের ভূমিকম্পের অনুভূমি হয়েছে। এই তথ্যটি সংবাদমাধ্যম থেকে জানা যায়। এছাড়াও নেপালের তিব্বতে ৭ দশমিক ১ মাত্রায় ভূমিকম্পের আঘাত হেনেছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন এনডিটিভি।

এর আগে সর্বশেষ ৩ জানুয়ারি রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের অনুভূতি হয়েছে। সেদিন সকাল ১০টা বেজে ৩২ মিনিটে আঘাত আনে। ‍রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমানের কোন একটি স্থানে।

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top