ভেঙে গেল কোহেলির রেকর্ড, কি সেই রেকর্ড? বিস্তারিত পোস্টে

বিরাট কোহলির রেকর্ড ভাঙা অবশ্যই দ্বিগুণ খুশি শুভমান গিল। দুই ম্যাচ হেরে জয়ের মুখ দেখল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ বলে দলের জয় তুলে নেন রশিদ খান। মৌসুমে গুজরাটের তৃতীয় জয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। তিনিই এবারের আইপিএলের সর্বকনিষ্ঠ অধিনায়ক। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ বলে ৭২ রানের অনবদ্ধ এক ইনিংস খেলেন শুভমান গিল। এরই সাথে আইপিএলে ৩০০০ রানের মাইলফলক পূর্ণ করেন। এখানেই ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড।

শুভমান গিল মাত্র ২৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩০০ রান পূর্ণ করেন। আইপিএলে তিন হাজার রান পূর্ণ করেন তাও আবার খুব কম বয়সী ক্রিকেটার হিসেবে। এই তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। প্রায় দীর্ঘদিন ধরে আইপিএল তালিকায় ৩০০০ রান করা ক্রিকেটারদের মধ্যে শীর্ষে অবস্থান করেছেন কিং কোহলি। সেই রেকর্ড নিজের নামেই করলেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমান গিল।

আইপিএল ফাইনাল কোথায়

আইপিএলে শীর্ষ ৫জন সবচেয়ে কম বয়সে ৩০০০ রান করা ক্রিকেটার

  • শুভমন গিল – ২৪ বছর ২১৫ দিন বয়সে
  • বিরাট কোহলি- ২৬ বছর ১৮৬ দিন বয়সে
  • সঞ্জু স্যামসন – ২৬ বছর ৩২০ দিন বয়সে
  • সুরেশ রায়না – ২৭ বছর ১৬১ দিন বয়সে
  • রোহিত শর্মা – ২৭ বছর ৩৪৩ দিন বয়সে

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ