পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি

পৃথিবী হলো আমাদের একমাত্র বাসযোগ্য গ্রহ। যার ভৌগোলিক বৈচিত্র্য অসাধারণ। পৃথিবী সাতটি মহাদেশ নিয়ে গঠিত এবং প্রতিটি মহাদেশেরি নিজস্ব ভৌগোলিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। তাই আজকের আর্টিকেল জানতে পারবেন পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি? তবে আপনাকে এই প্রশ্নে উত্তর জানতে হলে আগে জানা প্রয়োজন মহাদেশ কাকে বলে? না চিন্তার কিছু নাই আমি বলো দিবো আপনার মনে প্রশ্ন থাকা উত্তর। সেজন্য টপিক সম্পূর্ণ পড়তে হবে।

মহাদেশ কাকে বলে?

মহাদেশ হলো পৃথিবীর বৃহৎ ভূমি এলাকার একটি প্রাকৃতিক বিভাজন। যা এক বা একাধিক দেশ নিয়ে গঠিত। সাধারণত সমুদ্রপথে অন্যান্য স্থলভূমি থেকে পৃথক থাকে। পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে যা তাদের আকার, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জনসংখ্যার দিক থেকে একে অপরের থেকে পৃথক।

পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি

পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে। চলুন দেখে নেই মহাদেশগুলো কি কি?

১. এশিয়া (Asia)
২. আফ্রিকা (Africa)
৩. উত্তর আমেরিকা (North America)
৪. দক্ষিণ আমেরিকা (South America)
৫. অ্যান্টার্কটিকা (Antarctica)
৬. ইউরোপ (Europe)
৭. অস্ট্রেলিয়া (Australia)

পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে মহাদেশটি প্রথম স্থানে অবস্থান করছে। এশিয়া মহাদেশে রয়েছে কিছু শক্তিশালী দেশ যেমন- ভারত, চীন, জাপান, রাশিয়া এবং বাংলাদেশ। দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বাংলাদেশ স্কোয়াড

তালিকায় এশিয়া মহাদেশের পরেই আফ্রিকা মহাদেশ (দ্বিতীয় বৃহত্তম)। আয়তনের দিক দিয়ে মহাদেশটি ৩০,২২১,৫৩২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১,২৭৫ মিলিয়ন। বিশ্বের মোট ভূমির ২০.৪% জুড়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও ৫৪টি স্বীকৃত দেশ। তার মধ্যে নাইজেরিয়া সবচেয়ে জনবহুল দেশ। আফ্রিকার গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে রয়েছে কায়রো, লাগোস এবং জোহানেসবার্গ।অর্থনৈতিকভাবে আফ্রিকার মোট জিডিপি $৬.৮৪ ট্রিলিয়ন। যার মাথাপিছু জিডিপি $১,৮৬০।

মহাদেশ নিয়ে প্রশ্ন ও উত্তর

পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ হল অস্ট্রেলিয়া। আয়তন মাত্র ৭,৬৮৬,৮৫০ বর্গকিলোমিটার। অন্যান্য মহাদেশ থেকে তুলনায় সবচেয়ে ছোট। অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ।

পৃথিবীতে কয়টি মহাদেশ ও দেশ আছে?
পৃথিবীতে মোট ৭টি মহাদেশ রয়েছে। সেগুলো হলো – এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া।

উত্তর আমেরিকার দেশ কয়টি ও তাদের রাজধানী?
উত্তর আমেরিকায় ২৩টি স্বাধীন দেশ রয়েছে। নিচে দেশগুলোর নাম এবং তাদের রাজধানীগুলো দেওয়া হলো:

দেশ – রাজধানী

  1. কানাডা – অটোয়া
  2. মেক্সিকো – মেক্সিকো সিটি
  3. যুক্তরাষ্ট্র – ওয়াশিংটন, ডি.সি.
  4. গুয়াতেমালা – গুয়াতেমালা সিটি
  5. বেলিজ – বেলমোপান
  6. সালভাডর – সান সালভাদর
  7. হন্ডুরাস – তেগুসিগালপা
  8. নিকারাগুয়া – ম্যানাগুয়া
  9. কোস্টারিকা – সান হোসে
  10. পানামা – পানামা সিটি
  11. বাহামা দ্বীপপুঞ্জ – নাসাউ
  12. কিউবা – হাভানা
  13. জ্যামাইকা – কিংস্টন
  14. হাইতি – পোর্ট-অ-প্রিন্স
  15. ডোমিনিকান রিপাবলিক – সান্টো ডোমিংগো
  16. বারবাদোস – ব্রিজটাউন
  17. সেন্ট কিটস অ্যান্ড নেভিস – বেসেটারে
  18. অ্যান্টিগুয়া ও বার্বুডা – সেন্ট জনস
  19. ডোমিনিকা – রোসো
  20. সেন্ট লুসিয়া – ক্যাস্ট্রিস
  21. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস – কিংসটাউন
  22. গ্রেনাডা – সেন্ট জর্জ
  23. ত্রিনিদাদ ও টোবাগো – পোর্ট অব স্পেন

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top