টেলিটক এবার তরুণ প্রজন্মের জন্য নিয়ে এলো নতুন ‘জেন জি‘ প্যাকেজ, যা ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ আন্দোলনের সাথে সম্পর্কিত। জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণআন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে, এই প্যাকেজটি চালু করা হয়েছে তরুণদের চাহিদার কথা মাথায় রেখে।
‘জেন জি’ প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা সুবিধা। আপনাকে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারে সম্পূর্ণ স্বাধীনতা। এছাড়াও, পুরো বছরের জন্য রয়েছে বান্ডিল অফারের সুবিধা। আপনার বাজেটের সাশ্রয়ের মধ্যে থাকবে।
টেলিটকের এই প্যাকেজটি তরুণদের জীবনকে আরও সহজ ও গতিশীল করতে তৈরি করেছে। শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার সকলেই নিজেদের কাজ ও বিনোদন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ‘জেন-জি’ প্যাকেজের উদ্বোধন করা হয়।
টেলিটকের নতুন প্যাকেজের যার মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনের মধ্যে গ্রাহকরা মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম খরচে আনলিমিটেড মেয়াদে ডাটা ব্যবহার করার সুবিধা, সাথে এক বছরের জন্য বান্ডল অফার।
এছাড়াও, প্যাকেজটিতে রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস কল রেট এবং সুলভ ট্যারিফ। বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য ১২ মাসের ফ্রি অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা রয়েছে। চাকরির সন্ধানে সহায়ক হবে।
নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সরাসরি ‘জেন-জি’ সিম ক্রয় করতে পারবেন। আর যারা ইতোমধ্যেই টেলিটক ব্যবহার করছেন, তারা গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করে সহজেই জেন-জি প্যাকেজের সব অফার উপভোগ করতে পারবেন। ফিচার ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি কোড *111# ডায়াল করেও এই সুবিধা নিতে পারবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.teletalk.com.bd।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ