ফুটবলের সবথেকে মর্যাদা দেওয়া হয় ১০ নম্বর জার্সিকে। সাধারণত কোনো দলের সেরা খেলোয়ারের গায়ে এই ১০ নম্বর জার্সি দেখা যায়। ফুটবলের অনেক রথী মহারথীরা ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন পেলে, রোনালদিনহো, ম্যারাডোনা তারা গায়ে জরিয়েছেন এই ঐতিয্যবাহী জার্সি।
লিওনেল মেসিকে এই যুগের সবচেয়ে বড় মুখ বলা হয়ে থাকে। প্রায় এক যুগ ধরে আর্জেন্টিনারে হয়ে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বের সবচেয়ে বড় তারকাও তিনি। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বচ্ছো গোল করেছেন। এছাড়াও প্রায় ৩৬ বছর পরে আর্জেন্টিনার হয়ে এনে দিয়েছেন বিশ্বকাপ এবং বিশ্বকাপের সেরা খেলোয়ার খেতাব তার হাতে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ২০২৪ সালের খেলার সূচি
শুধু তাই নয়, জিতিয়েছেন কোপা আমেরিকাও। আর্জেন্টিনা দলের সবচেয়ে সেরা খেলোয়ার হলেন লিওনেল মেসি। তবে শীঘ্রই জাতীয় দলের হয়ে ঘোষণা দেবেন অবসরের এমন গুঞ্জন বিশ্বকাপের পর থেকে শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন এবারের কোপ আমেরিকার পরই অবসরের ঘোষনা দেবেন।
মেসির অবসরের আগেই জানিয়ে দিলো আর্জেন্টিনা বোর্ডের পক্ষথেকে মেসির সাথে মেসির ১০ নম্বর জার্সিও যাবে অবসরে। অর্থ্যৎ তিনি যখন অবসরে যাবেন তখন তার জার্সি নম্বর ১০ অন্য কেউকে আর দেওয়া হবে না। মেসির সম্মানের জন্য তুলে রাখা হবে। এই সম্মানটা তারই প্রাপ্য।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে Google News, খেলাটুডে Facebook Page।