মেসি ফিরছেন! অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

দীর্ঘদিনের অপেক্ষার পর আর্জেন্টিনার জাতীয় দলের সমর্থকদের জন্য এসেছে এক দারুণ সুখবর। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফুটবল তারকা লিওনেল মেসি আবারও জাতীয় দলে ফিরেছেন। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া সেই চোট যেন তাকে বেশ কিছুদিন ধরে কষ্ট দিচ্ছিল। জুলাইয়ে ইনজুরিতে পড়ার পর ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেন মেসি। এমনকি সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও খেলতে পারেননি।

তবে ইনজুরি কাটিয়ে বেশ কিছু সপ্তাহ আগেই ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন মেসি। এবার জাতীয় দলেও ফিরলেন এই আর্জেন্টাইন মহাতারকা। প্রায় আড়াই মাস পর তাকে নিয়েই আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করলেন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের স্কোয়াড। আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দল।

৫ বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২০০৬-২০২২

তবে দলে নেই এমি মার্টিনেজ। শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে ফিফা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন মার্টিনেজ, কলম্বিয়ার বিপক্ষে ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন তিনি। এসব ঘটনায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আর্জেন্টিনা দলে কোচ স্ক্যালোনির নজরে এসেছে রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফুটবলার নিকো পাজ। ২০২২ সালের মার্চে প্রথমবারের মতো জাতীয় দলের জন্য বিবেচিত হন পাজ। এমনকি কাতার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও তার অভিষেক এখনও হয়নি তবে এবার তিনি স্কোয়াডে জায়গা পেয়েছেন মেসিদের সঙ্গে।

আর্জেন্টিনা দলের স্কোয়াট

পজিশনখেলোয়াড়দের নাম
গোলকিপারজেরেনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্তার বেনিতেজ
ডিফেন্ডারগঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, জার্মান পাজেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডারলেয়ান্দ্রো প্যারাদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সেকিউল প্যালাসিউস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাডা
ফরোয়ার্ডলিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, ভ্যালেন্তিন কারবোনি

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top