মেসি লাল কার্ড পেয়েছেন কতবার? জেনে নিন অবাক করা তথ্য!

ফুটবল বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা খেলোয়োর নাম হলো লিওনেল মেসি। তাকে চিনে না এমন মানুষ খুবই কমই রয়েছে। বর্তমানে ফুটবল বিশ্বে পাঁচজন সেরা ফরোয়ার্ড এর মধ্যে একজন আর্জেন্টিনা দলের এই তাড়কা। তিনি যেমন গোল করে থাকেন, তেমনি গোল এসিষ্টও করেন। ইতিমধ্যে আর্জেন্টিনা দলের এই তাড়কাকে ডিয়েগো মারাদোনা, আলফ্রেডো ডি স্টেফানো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা তাদের যোগ্য বলে মনে করা হয়। আর্জেন্টিনার হয়ে সর্বচ্ছো গোলদাতা হলেন মেসি।

খেলোয়ার যখন মাঠে খেলতে নেমে আইন ভঙ্গ করেন তখন তাকে ফাউল বলা হয়। অর্থাৎ শারীরিক শক্তি দ্বারা অন্য দলে প্লেয়াকে ক্ষতিগ্রস্থ করলে তাকে ফাউল হিসেবে ধরা হয়। একই কাজ যখন বার বার করা হয় তখন রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। তাই আজকের আর্টিকেলে আমরা জানবো মেসি লাল কার্ড ও হলুন কার্ড পেয়েছে কতবার ? চলুন আর দেরি না করে শুরু করা যাক।

মেসি লাল কার্ড পেয়েছেন কতবার ?

মেসি তার পুরো ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব মিলেয়ে সর্বমোট পাঁচটি লাল কার্ড পেয়েছেন। দীর্ঘ সফলতার ও ক্যারিয়ারের তুলনায় লাল কার্ডের সংখ্যা খুবই কম। বিশেষ করে ফুটবল প্রেমীদের কাছে লাল কার্ড পাওয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়া লক্ষ করা যায়। মেসির ফুটবল খেলায় প্রথম লাল কার্ড আসে আন্তর্জাতিক ম্যাচে। ১৭ আগষ্ট ২০০৫ সালের হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনা দল প্রীতি ম্যাচ খেলতে নামে। ম্যাচে তিনি ৪৩ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষ খেলোয়ারকে হাত দিয়ে ধাক্কা দেন। ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। চলুন দেখে নেই লিওনেল মেসির পাঁচটি লাল কার্ডের তারিখ, সময়, এবং দল সম্পর্কিত বিস্তারিত তথ্য।

আর্জেন্টিনা বনাম হাঙ্গেরি (১৭ আগস্ট ২০০৫)

ম্যাচআর্জেন্টিনা বনাম হাঙ্গেরি
পরিস্থিতিআন্তর্জাতিক প্রীতি ম্যাচ
স্থানবুদাপেস্ট, হাঙ্গেরি
সময়দ্বিতীয়ার্ধের প্রথম ৪৩ সেকেন্ডে
বিবরণহাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভ্যানচাককে ধাক্কা দেন।

 

আর্জেন্টিনা বনাম চিলি (২৭ জুন ২০১৯)

ম্যাচআর্জেন্টিনা বনাম চিলি
পরিস্থিতিকোপা আমেরিকা, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
স্থানসাও পাওলো, ব্রাজিল
সময়প্রথমার্ধের ৩৭তম মিনিটে
বিবরণমেদেলের সঙ্গে ধাক্কাধাক্কির পর দুই খেলোয়াড়কেই লাল কার্ড দেখানো হয়।

 

বার্সেলোনা বি বনাম পেন্যাফিল (১৫ আগস্ট ২০০৫)

ম্যাচবার্সেলোনা বি বনাম পেন্যাফিল
পরিস্থিতিস্পেনের তৃতীয় বিভাগ
স্থানন্যু ক্যাম্প, বার্সেলোনা
সময়৭০তম মিনিটে
বিবরণখেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার কারণে মেসি লাল কার্ড পান।

 

বার্সেলোনা বনাম অ্যাথলেটিক বিলবাও (১৭ জানুয়ারি ২০২১)

ম্যাচবার্সেলোনা বনাম অ্যাথলেটিক বিলবাও
পরিস্থিতিস্প্যানিশ সুপার কাপ ফাইনাল
স্থানসেভিল, স্পেন
সময়অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে
বিবরণপ্রতিপক্ষের খেলোয়াড় আসিয়ের ভিলালিব্রেকে ধাক্কা দেওয়ার জন্য মেসি লাল কার্ড পান।

 

বার্সেলোনা বনাম এস্ত্রেমাদুরা (২১ ডিসেম্বর ২০১৯)

ম্যাচবার্সেলোনা বনাম এস্ত্রেমাদুরা
পরিস্থিতিলা লিগা
স্থানক্যাম্প ন্যু, বার্সেলোনা
সময়প্রথমার্ধের শেষ দিকে
বিবরণপ্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য মেসি সরাসরি লাল কার্ড পান।

 

কোপা আমেরিকা কে কতবার জিতেছে ২০২৪

মেসির হলুদ কার্ডের সংখ্যা

লাল কার্ডের সংখ্যা দেখে অনেকে মনে প্রশ্ন আসতে পারে তাহেল মেসির হলুদ কার্ডের সংখ্যা কত? চলুন দেখে নেই। মেসি তার পুরো ক্যারিয়ার জুড়ে সর্বমোট ৯৬টি হলুদ কার্ড পেয়েছেন। তিনি মোট ১০৬৪টি ম্যাচ আন্তর্জাতিক ও ক্লাব পর্যায় মিলে খেলেছেন। তার মধ্যে গোল করেছেন ৮৩৭টি। এছাড়াও হ্যাটট্রিক করেছেন তার খেলোয়ার জীবনে ৫৭টি।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ