২০২২ কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি বলেছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। একথা বেশ কয়েকবার বলেছেন যে ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার কোন সম্ভাবনা নেই। সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারকে আরেকটি বিশ্বকাপে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন আলবিসেলেস্তেদের কোচ ও সতীর্থরা।
সম্প্রতি আর্জেন্টিনা দল বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উপলক্ষে তৈরি একটি তথ্যচিত্রে আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন মেসি। তবে এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপে খেলার প্রশ্নের উত্তর দিলেন এই আর্জেন্টাইন গ্রেট। ‘বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি 100% নিশ্চিতভাবে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু ঘটতে পারে।
যতক্ষণ আমি ফিট বোধ করব এবং দলে অবদান রাখতে পারব ততক্ষণ আমি কাজ চালিয়ে যাব। এখন শুধু কোপা আমেরিকায় যাওয়ার কথা ভাবছি। তারপর সময়ই বলে দেবে বিশ্বকাপে থাকব কি থাকব না।’
এখনো বিশ্বকাপ নিয়ে না ভাবলেও কোপা আমেরিকা নিয়ে ভাবছেন মেসি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আলবিসেলেস্তেদের নিয়ে দীর্ঘ পরিকল্পনা রয়েছে মেসির। তাকে ঘিরেও শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।