রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নিল কোপা জয়ী আর্জেন্টিনাকে

কোপা আমেরিকা ২০২৪ জয়ের পরে দেশে ফিরে সংবর্ধনা পেল মেসি ও ডি মারিয়ারা। আমেরিকা থেকে ফাইনাল শেষ করে আর্জেন্টিনায় পা রাখলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে রাজকীয়ভাবে বরণ করে নেয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ, এবং আর্জেন্টিনার সকল ফুটবল সমর্থকরা।
মেসি ও ডি মারিয়া দের বরণ করার জন্য রাতভর এজেইজা বিমানবন্দরে অপেক্ষা করেন লক্ষাধিক ফুটবল সমার্থক। আকাশী নীল জার্সি পড়ে এবং বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্বাগত জানায় লাতিন আমেরিকার সেরা এই দলকে।

এরপরে তাদেরকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পরে ২০২৪ কোপা আমেরিকা জয় করে এবং তার মধ্যে ২০২২ বিশ্বকাপ জয় করে এক অনন্য রেকর্ড তৈরি করল আর্জেন্টিনা। মেসি ডি মারিয়ারা পরাপর ২ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।

২০২৪ কোপা আমেরিকা জয় করে এখন পর্যন্ত সবথেকে কোপা আমেরিকা ট্রফি অর্জন করা দল উরুগুয়ে পিছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে মোট ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এবং আর্জেন্টিনা ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে সফলতম দল আর্জেন্টিনা।

গোল্ডেন বুট থেকে গোল্ডেন গ্লাভ: কোপা আমেরিকা ২০২৪ এর সেরা খেলোয়াড়রা কারা

বিশ্বকাপ জয়ী এবং সম্প্রীতি কোপা আমেরিকা জয়ী এই দলকে বরণ করে নিতে কোন ধরনের কার্পণ্য করেনি দেশটির ফুটবল সমর্থকরা। রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নিল কোপা জয়ী আর্জেন্টিনাকে। বুয়েন্স আয়ার্সের এইজাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল লক্ষ মানুষের ঢল।

একই অবস্থা ছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কার্যালয়ের চারিপাশে। যেন হর্ষধ্বনিতে মুখর চারিপাশ। আরো একবার নিজেদের বিশ্বসেরা ও লাতিন আমেরিকার সেরা হিসেবে জানান দিল তারা। চারদিকে গণমানুষের জোয়ার এবং গণমাধ্যমের ক্যামেরা এজন্য এক আপেক্ষিক মুহূর্ত।

মিয়ামি থেকে বিমানে, সোমবার আর্জেন্টিনার সময় রাত ১০ টায় দেশে পৌঁছান আলবীসেলেস্তারা। কোপা চ্যাম্পিয়ন স্টিকারে মোড়ানো বাসে করে জনসমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নরা। পাশে থেকে বাজি ফুটিয়ে এবং হাত নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছে লক্ষাধিক মানুষ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মাইনি চ্যাম্পিয়ন্সদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

সবাই ফিরলেও যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত কাজে রয়ে গেছেন লিওনেল মেসি, অ্যামিলিয়ানও মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি, গারনিম রুল্লি। কাজ শেষে অতি শীঘ্রই দেশে ফিরবেন তারা।

তবে ভক্তদের জন্য সুসংবাদ – ডি মারিয়ার অবসর ভাঙ্গাতে জোর চেষ্টা চালাচ্ছে টিমমেটরা। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত ডি মারিয়াকে জাতীয় দলে রাখতে সতীর্থ তাগলিয়াফিকো এবং হেড কোচ লিওনেল এস্কালনি ও মেসি জানিয়েছেন অনুরোধ। দেখা যাক তাদের অনুরোধ রক্ষা করতে পারেন কিনা ডি মারিয়া।

একের পর এক সাফল্যের পরে আরো ১৫ বছরের জন্য চুক্তি করতে চান আর্জেন্টিনা জাতীয় দলের সাথে। একই প্রস্তাব রাখতে চান জাতীয় দলের ফুটবলাররা। তবে এখনো এস্কালনির সাথে দুই বছরের চুক্তি রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল ফেডারেশন এএফএর।

৪ বছর আগেও যার ঝুলিতে আর্জেন্টিনার জার্সিতে কোন ধরনের আন্তর্জাতিক শিরোপা ছিল না সেই লিওনের মেসি এখন সব থেকে বেশি ট্রফির মালিক। ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেজের ৪৪ টি ট্রফি টপকে মেসির ট্রফি সংখ্যা এখন ৪৫ টি। বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টিনার সকল পত্রিকার প্রথম পাতা ভরে গিয়েছে মেসিদের সাফল্যর কথা লিখতে লিখতে। দেশের মানুষরা ভাসছে মেসি ডি মারিয়াদের প্রশংসা। একজন সমর্থক বলেন আপনি ডি মারিয়া আর মেসিকে দেখুন, এরা দুজন কত সমালোচনা ও কটুক্তি সহ্য করেছেন। কিন্তু নিয়তি আজ তাদেরকে আমাদের নায়ক বানিয়েছেন। এটাই জীবন, আপনি লেগে থাকুন সফলতা আপনার কাছে ধরা দিবেই।

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top