রাতে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে কলকাতা? কেকেআরের চমক!

চেন্নাই সুপার কিংস এই মৌসুমে তাদের ঘরের মাঠের দুটি ম্যাচেই জিতেছে। কিন্তু তারপর থেকে তাদের সময় কিছুটা খারাপ যাচ্ছে। পর পর দুটি ম্যাচ হেরে যাওয়ায়। কিছুটা আশঙ্কায় রয়েছে দলটি। আজ সোমাবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। একদিকে জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সতীর্থ গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। চেন্নাই সুপার কিংসে কাগজে কলমে অধিনায়ক নন ধোনি। অপরদিকে ডাগ আউটে গৌতম গম্ভীর।

মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সেরা ফিনিশার। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ম্যাচে ব্যাট করেছেন তিনি। তবে নিচে ব্যাটিং করতে নামায় ভক্তরা বিনোদনের ‍সুযোগ পেয়েছে। টানা দুই ম্যাচে কোন জয়ের দেখা পাইনি চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ফিনিশার। যাকে নিয়ে ভক্তরাও কম পাগল নয়। ক্রিকেট ভক্তদের অতি প্রিয় হয়ে উঠেছেন রিংকু সিং। সেরা ফিনিশার হতে চায় তিনি। ক্যাপ্টেন কুলের কাছ থেকে ইতিমধ্যেই পরামর্শ নিতে শুরু করেছেন, কীভাবে কঠিন পরিস্থিতিতে ঠান্ডা রেখে ব্যাট করা যায়।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪

কলকাতা শিবিরে রয়েছে বিশেষ সুবিধা। পাওয়ার প্লেতে সুনীল নারিন এবং ফিল সল্ট দুর্দান্ত ইনিংস দিয়ে শুরু করছেন তারা। গত ম্যাচে রিতি মতো তান্ডব চালিয়েছে কেকেআরের মারকুটে ব্যাটিং সুনীল নারিন। এছাড়া ওই ম্যাচে দ্বিতীয় সর্বচ্ছো রান হয়েছিল (২৭২/৭)। দলটি তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়েছে। এবার তাদের লক্ষ্য থাকবে চার বাই চার।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ