বিশ্বকাপের পর থেকেই গ্লেন ম্যাক্সওয়েল রেকর্ড গড়েই চলেছে। ক্রিকেট বিশ্ব এক অন্য রকম ম্যাক্সওয়েলকে দেখছে। ব্যাটিং ঝড় তুলে রেকর্ড গড়লেন তিনি। অ্যাডিলেড স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দল টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায়। জবাবে অজিরা ব্যাটিং করতে নেমে রীতিমতো তান্ডব চালাতে থাকে।
গ্লেন ম্যাক্সওয়েল রেকর্ডগড়া সেঞ্চুরি ও বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের রান দ্বারায় ৪ উইকেটে ২৪১ রান। এই রান তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানে গিয়ে থামেন। পাহাড়সমূহ রান তারা করতে একমাত্র ফিফটির দেখা পান অধিনায়ক রভম্যান পাওয়েল। এছাড়াও জেসন হোল্ডার, নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেল ঝড় তুললেও বেশি দূর এগোতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ৩৪ রানে পরাজয় বরণ করতে হয়।
অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ১০২তম ম্যাচে খেলতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম তম সেঞ্চুরি তুলে নিলেন তিনি। মাত্র ৫৫ বল খেলে ১২০ রানের অপরাজিত একটি দুর্দন্ত ইনিংস খেলেছেন। মোট ১২টি চার, ৮টি ছক্কা হাকিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৪১/৪ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ২০৭/৯ (২০ ওভার)
ফলাফল: ৩৪ রানে জয়ী অস্ট্রেলিয়া।
ম্যাচ সেরা: গ্লেন ম্যাক্সওয়েল ১২০* (৫৫)।
অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি স্কোয়াট
- ডেভিড ওয়ার্নার
- জশ ইঙ্গলিস
- মিচেল মার্শ (অধিনায়ক)
- গ্লেন ম্যাক্সওয়েল
- মার্কাস স্টয়নিস
- টিম ডেভিড
- ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক)
- অ্যাডাম জাম্পা
- স্পেন্সার জনসন
- জেসন বেহরেনডর্ফ
- জশ হ্যাজলউড
ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি স্কোয়াট
- ব্র্যান্ডন কি
- জনসন চার্লস
- নিকোলাস পুরান (উইকেটরক্ষক)
- শাই হোপ
- রোভম্যান পাওয়েল (অধিনায়ক)
- শেরফেন রাদারফোর্ড
- আন্দ্রে রাসেল
- জেসন হোল্ডার
- রোমারিও শেফার্ড
- আকিল হোসেন
- আলজারি জোসেফ
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।