শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা ও ব্রাজিল, রয়েছে চমক!

আগামী ২০ জুন হতে কোপা আমেরিকার শুরু হতে চলেছে। তার আগে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিবে। দুই দলই সমান দুটি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই সেই লড়াইকে মাথায় রেখেই ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা ও ব্রাজিল।

এই প্রথম ব্রাজিলের দায়িত্ব নিয়ে দল ঘোষণা করলেন দারিভাল জুনিয়র। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্পেন। এছাড়াও মার্চের শেষ দিকে ইউরোপ সফরে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিডফিল্ডার লুকাস পাকেতাও দলে ফিরেছেন ওয়েস্ট হ্যামের মতো তারকা প্লেয়ারকে।

দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন স্ট্রাইকার আন্দ্রিকও। নতুন ঠিকানা বার্নাব্যুতে যোগ দেওয়ার আগে জাতীয় দলের হয়ে সম্ভাব্য ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। ২৩ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। তিন দিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে তারা স্পেনের মুখোমুখি হবে।

এদিকে লিওনেল মেসির নেতৃত্বে দিবেন আর্জেন্টিনা হয়ে। বিশ বছরের নিচে রয়েছে দুজন খেলোয়াড়। লিওনেল স্কালোনি ১৯ বছর বয়সী লেফট ব্যাক এবং মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোরকে সবচেয়ে বড় চমক হিসেবে অভিহিত করেছেন। ব্রাইটনে যোগ দেওয়ার দুই মাসেরও কম সময়ে, তিনি ইংলিশ ফুটবলে প্রভাব ফেলেন।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে তিনজন নতুন খেলোয়াড় হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো, ব্রাইটনের ফাকুন্দো বুয়োনানোত্তে ও ভ্যালেন্তিন কারবোনি। এছাড়াও দলে রয়েছে ৩৬ বছর বয়সী আনহেল ডি মারিয়া। ফিলাডেলফিয়ায় ২২ মার্চ প্রথম ম্যাচে এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার ঠিক চার দিন পর লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হবে দলটি।

প্রকাশ হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচী

আর্জেন্টিনা দলের খেলোয়ার

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার : জার্মান পাজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওটামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মোলিনা, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার : ইজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস-ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।

ফরোয়ার্ড : নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও পাউলো দিবালা।

ব্রাজিল দলের খেলোয়ার

গোলরক্ষক : এডারসন, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার : দানিলো, ইয়ান কৌটো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুনিয়োস, বেরালদো, মুরিলো।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেজ, ক্যাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস।

ফরোয়ার্ড : গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এনড্রিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া ও সাভিনিও।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ