শেষ টি-টোয়েন্টি ম‍্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল | কেমন হবে বাংলাদেশের একাদশ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিধারণী ম্যাচ। তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলায় প্রথম ম্যাচে ১-০ এগিয়ে যাই বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করা হয়। ফলে সিরিজে হারছে হারার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশ টাইগারদের যা কিউইদের জন্য একটি বড় হতাশার খবর।

ঘরের মাঠে এর আগের ম্যাচগুলোতে কোনোটিতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ছিল না কিউইদের। বাংলাদেশ দলের জন্য এটি এখন পর্যন্ত বড় পাওয়া। সামনে সুযোগ রয়েছে আরও বড় কিছু অর্জন করার। তবে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জিততে পারলে নতুন এক টিম দেখবে ক্রিকেট বিশ্ব।

সিরিজের প্রথম দুইটি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টাই শুরু হলেও গতকালকের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় (রবিবার) ভোর ৬টায়। 

টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, রনি তালুকদার (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম

নিউজিল্যান্ড দলের সম্ভাব্য একাদশ

ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে Google Newsখেলাটুডে Facebook Page

Scroll to Top