সৌদি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। ইসলামের দুটি পবিত্র শহর মক্কা ও মদিনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। মধ্যপ্রাচ্যের এই দেশটি শুধু ধর্মীয় গুরুত্বই নয়। ভৌগোলিক, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এই দেশটি প্রাচীন ঐতিহ্য, আধুনিক উন্নয়নের এক অনন্য উদাহরণ। প্রবাসে যাওয়ার আগে জানতে চান সৌদি আরবের শহর, প্রদেশ, জেলা, বিমানবন্দর এবং বাদশাহ তালিকা। তাই এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা পরিষ্কার ধারণা দেবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক।
সৌদি আরবের প্রদেশ কয়টি ?
সৌদি আরবের প্রশাসনিক কাঠামো বেশ সংগঠিত। সমগ্র দেশটি মোট ১৩টি প্রদেশে বিভক্ত। সৌদির মানুষের কাছে “আমিরাত” নামে পরিচিত। প্রতিটি প্রদেশের নেতৃত্বে একজন গভর্নর থাকেন, যিনি স্থানীয় প্রশাসন ও শাসন কার্যক্রম পরিচালনা করেন।
১. রিয়াদ (Riyadh)
২. মক্কা (Makkah)
৩. মদিনা (Madinah)
৪. আসির (Asir)
৫. আল-বাহা (Al-Baha)
৬. আল-জউফ (Al-Jouf)
৭. আল-কাসিম (Al-Qassim)
৮. পূর্বাঞ্চল (Eastern Province বা আশ-শারকিয়া)
৯. হায়েল (Hail)
১০. জাযান (Jazan)
১১. নাজরান (Najran)
১২. তাবুক (Tabuk)
১৩. উত্তরাঞ্চলীয় সীমানা (Northern Borders)
বিপিএল ২০২৫ পূর্ণাঙ্গ সময়সূচী: তারিখ, সময়, স্থান
সৌদি আরবের প্রধান শহরগুলো
আপনারা আগেই জেনেছেন সৌদি আরবের মোট ১৩ টি প্রদেশ রয়েছে। তবে এই প্রদেশগুলোকে আবার একাধিক জেলায় বিভক্ত করা হয়েছে। যাইহোক এখন আমরা জানবো সৌদি আরবের প্রধান শহরগুলোরি বিষয়ে। সংখ্য শহরগুলোর মধ্যে ৫ রয়েছে প্রধান শহর। চলুন শহরগুলো দেখে নেই।
- রিয়াদ
- মক্কা
- মদিনা
- জেদ্দা
- দাম্মাম
সৌদি আরবের বাদশাহ তালিকা
সৌদি আরবের সরকার ব্যবস্থা একনায়কতান্ত্রিক রাজতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি একটি ঐতিহ্যবাহী সরকার ব্যবস্থা। যেখানে শাসনের দায়িত্ব প্রাথমিকভাবে সৌদি রাজপরিবারের উপর ন্যস্ত। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই রাজতন্ত্র ক্রমাগত দেশ শাসন করেছে। দেখে নেয় বাদশাহদের তালিকা।
১. কিং আব্দুল আজিজ ইবনে সৌদ (১৯৩২-১৯৫৩)
২. কিং সৌদ (১৯৫৩-১৯৬৪)
৩. কিং ফয়সাল (১৯৬৪-১৯৭৫)
৪. কিং খালিদ (১৯৭৫-১৯৮২)
৫. কিং ফাহাদ (১৯৮২-২০০৫)
৬. কিং আব্দুল্লাহ (২০০৫-২০১৫)
৭. কিং সালমান (২০১৫-বর্তমান)
সৌদি আরবের বিমান বন্দর কয়টি
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত হলো সৌদি আরব। শুধু তাই নয় ইসলামীর স্থাপনার জন্য সারা বিশ্বে পরিচিত এই দেশটি। সৌদি আরবে ছোট বড় মিলিয়ে মোট ৩৫টিরও বেশি বিমানবন্দর রয়েছে। সেসব বিমান বন্দরের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, আঞ্চলিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ বিমানবন্দর।
সৌদি আরবের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর
১. কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (রিয়াদ)
২. কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা)
৩. প্রিন্স মোহাম্মদ বিন আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (মদিনা)
৪. কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর (দাম্মাম)
৫. আবহা আন্তর্জাতিক বিমানবন্দর (আসির প্রদেশ)
৬. তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর
সৌদি আরবের আঞ্চলিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর
- ইয়ানবু বিমানবন্দর
- বুরাইদা (আল-কাসিম) বিমানবন্দর
- নাজরান বিমানবন্দর
- হায়েল বিমানবন্দর
- আল-বাহা বিমানবন্দর
সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত
হিন্দুধর্ম সৌদি আরবে তৃতীয় বৃহত্তম ধর্ম হিসেবে স্বীকৃত। যদিও সৌদি আরব একটি ইসলামিক দেশ এবং ইসলামী আইন শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত। দেশটিতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। তার মধ্যে ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায় একটি উল্লেখযোগ্য অংশ। সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় ১.৩% হিন্দু। ২০২০ সালের তথ্য অনুসারে, দেশে হিন্দু সম্প্রদায় ছিল প্রায় ৪৫১,৩৪৭ জন। তাবে এখন দিন দিন আরও হিন্দু সম্প্রাদয়ের লোক বাড়তে থাকছে। সৌদি আরবে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশই ভারত ও নেপালের বংশোদ্ভূত।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ