২০২৪ সালে প্রথম মাঠে নামছে মেসি, প্রতিপক্ষ নেইমার ও রোনালদো

দীর্ঘ বিরতির পর বছরের শুরুতে মায়ামির হয়ে মাঠে নামতে যাচ্ছে বিশ্ব জয়ী তারকা লিওনেল মেসি। আগামী ২০ জানুয়ারিতে ইন্টার মায়ামি খেলতে যাচ্ছেন নতুন বছরের প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই মাঠে নামতে যাচ্ছে অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচটি খেলা হবে এল সালভাডোর বনাম ইন্টার মায়ামি দুই দলের মধ্যে। সান সালভাদর, কাসকাটলান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এই ম্যাচ দিয়েই শুরু হবে নতুন বছরের মেসির প্রারম্ভিক সূচনা। যেখানে সাবেক সতীর্থ ও বন্ধু সুয়ারেজকে দেখা যেতে পারে।

অন্যদিকে ৩০ জানুয়ারি বন্ধু নেইমারের দল আল-হিলালের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তবে ইনজুরির কারণে নেইমারের খেলা নিয়ে এখনও অনিশ্চিত রয়েছে। ইতিমধ্যেই নেইমারের চিকিৎসক জানিয়েছে, ব্রাজিলিয়ান এই সুপারষ্টার কোপা আমেরিকাতে পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সংখ্যা। ম্যাচটি শুরু হবে কিংডম এরিনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

তার ঠিক পরবর্তী ম্যাচ ১০ ফেব্রুয়ারি রিয়াদ “সিজন কাপে” ইন্টার মায়ামি বনাম আল নাসের মধ্যে লড়াই চলবে। এখানে আরও একবার দেখা যাবে মেসি রোনালদো লড়াই। ধারনা করে এটিই শেষ বারের মতো মুখোমুখি হতে চলেছে এই দুই কিংবদন্তি। ভক্তরা এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে Google Newsখেলাটুডে Facebook Page

Scroll to Top