২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সফর সময়সূচি, ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট সিরিজ কবে কোথায় দেখে নিন।
২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সময়সূচী প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক এই ক্রিকেট খেলায় ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলা হবে। আসন্ন বছরে বাংলাদেশ ক্রিকেট দলে সবগুলো ফরম্যাটে অংশগ্রহণ করতে দেখা যাবে। তবে এবার বছরের শুরুতে বিপিএল খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।
১৯ জানুয়ারি হতে শুরু হতে যাচ্ছে এবারের দশম তম আসর। ৭টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১লা মার্চ ফাইনাল খেলা মধ্য দিয়ে বিপিএলের পর্দা নামবে।
২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সফর সময়সূচি
সময় | প্রতিপক্ষ | সিরিজ বিবরণী | ভেন্যু |
---|---|---|---|
ফেব্রুয়ারি-মার্চ | শ্রীলঙ্কা | ২ টেস্ট, ৩ ওডিআই ৩ টি টোয়েন্টি | বাংলাদেশ |
এপ্রিল | জিম্বাবুয়ে | ২ টেস্ট, ৫ টি টোয়েন্টি | বাংলাদেশ |
জুলাই-আগস্ট | আফগানিস্তান | ২ টেস্ট, ৩ ওডিআই ৩ টি টোয়েন্টি | আফগানিস্তান |
আগস্ট-সেপ্টেম্বর | পাকিস্তান | ২ টেস্ট | পাকিস্তান |
সেপ্টেম্বর-অক্টোবর | ভারত | ২ টেস্ট, ৩ টি টোয়েন্টি | ভারত |
অক্টোবর-নভেম্বর | দক্ষিণ আফ্রিকা | ২ টেস্ট | বাংলাদেশ |
নভেম্বর-ডিসেম্বর | ওয়েস্ট ইন্ডিজ | ২ টেস্ট, ৩ ওডিআই ৩ টি টোয়েন্টি | ওয়েস্ট ইন্ডিজ |
২০২৪ সালে বাংলাদেশ দলের মোট ৭টি সিরিজ খেলা হবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শুরু হবে বছরের প্রথম সিরিজ। ফেব্রুয়ারি-মার্চে নির্ধারিত সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ নির্ধারণ করা হয়েছে, টি-টোয়েন্টি সিরিজের সাথে ২টি টেস্ট ম্যাচও থাকবে।
২০২৪ সালে প্রথম মাঠে নামছে মেসি, প্রতিপক্ষ নেইমার ও রোনালদো
তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যা ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পর বাংলাদেশ জুলাই থেকে আগস্ট পর্যন্ত আফগানিস্তানে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে৷ আগস্ট-সেপ্টেম্বর পাকিস্তানের সাথে ২টি টেস্ট খেলবে।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ২ টেস্ট ও ৩ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার সাথে ২টি টেস্ট এবং নভেম্বর-ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলা হবে। এই হলো বাংলাদেশ দলের ২০২৪ সালে সম্পূর্ণ সফর ও সময়সূচী।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে Google News, খেলাটুডে Facebook Page।