আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আরও এক দুসংবাদ, নিজেই দেখে নিন

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আরও এক দুসংবাদ: ইদানিং সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। গত তিন ম্যাচে বিশ্বকাপের বাছাইপর্বে জয়হীন দলটি। এর মধ্যে তারা হেরেছে উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে। নেইমারের ইনজুরিসহ, অফ ফর্ম সেলেসাও, আক্রমণ ভাগ থেকে কেউই সেইরকম কোনো দক্ষতা দেখাতে পারছে না।

নেইমার, কাসেমিরো, গোলরক্ষক এলিসন, ডিফেন্ডার দানিলো এবং এদার মিলিতাও এই সকল প্লেয়ার চোটের কারণে আগেই বাদ পড়েছেন। এদিকে ব্রাজিল দলের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র দুঃসংবাদ নিয়ে এসেছেন। ঊরুর চোটের কারণে ২২ নভেম্বর আর্জেন্টিনার ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

গতকাল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে চোট পান রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার। তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও ভিনিসিয়াস বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে জানা যাবে চোটের অবস্থা। এর আগেও একই চোট পেয়েছি। আমি উরুতে ব্যথা অনুভব করছি। পরে জানা যায়, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ইতিমধ্যেই দল থেকে বাদ পড়েছেন তিনি।

আরও দেখুন: ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যান

ইনজুরির কারণে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি এই উইঙ্গার। তবে আর্জেন্টিনার বিপক্ষে ভিনিসিয়াসের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা দিবে। ২২ নভেম্বর, ২০২৩ বুধবার সকাল সাড়ে ছয়টায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি শুরু হবে।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Scroll to Top