আইফোন লাভারদের জন্য সুখবর! আইফোন ১৬ পরে এবার বাজার কাঁপাতে আসছে Apple iPhone 17 pro এমন সকল তথ্য নেট পাড়ায় শোনা যাচ্ছে। এই ব্যাপারে কেউ বিশ্বাস করছেন আবার কেউ গুজব বলে উড়িয়ে দিচ্ছে। সত্য এই যে কিছু লিক তথ্য অনুসারে জানা যায় অ্যাপলের নতুন ফোন আইফোন ১৭ প্রো ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মডেলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে জানা যায়।
ডিজাইন ও ডিসপ্লে: iPhone 17 pro ফোনটি ৬.৩ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। ১২০ হার্জ প্রোমোশন রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিসপ্লের উজ্জ্বলতা আরও বাড়ানো হবে। এতে করে ব্যবহারকারীদের জন্য উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটির পাতলা হতে পারে। সাথে ডায়নামিক আইল্যান্ডের আকার ছোট করা হবে। এছাড়াও সামনের ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের জন্য জায়গা কম হবে।
ক্যামেরা: ফোনটি নতুন ডিজাইনে গুগল পিক্সেল সিরিজের মতো সাজানো হয়েছে। রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এতে ৪৮ মেগাপিক্সেল মেন সেন্সর থাকবে এবং ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।
POCO X7 সিরিজ লঞ্চ: কি থাকছে ফোনে, দাম কত?
পারফরম্যান্স ও হার্ডওয়্যার: আইফোন ১৭ প্রো তে অ্যাপলের A19 প্রো চিপসেট এবং ১২ জিবি র্যাম থাকতে পারে। যা ডিভাইসটির কর্মক্ষমতা ও এআই ফিচার ব্যবহারে উন্নতি করবে। স্টোরেজ বিকল্প হিসেবে ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত থাকবে।
অন্যান্য ফিচার সম্পর্কে তথ্য তেমন তথ্য জানা যাই নি। যে কারণে স্মার্টফোন বিশেষজ্ঞদের ধারণ ফোনটি ফেস আইটি, প্রিমিয়াম বাটন যেগুলো দিয়ে সাউন্ড কমানো বাড়ানো নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও সবুজ টাইটানিয়াম ও টিল টাইটানিয়াম রঙের হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ