রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা ব্রাজিল

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা ব্রাজিল দুটি দল। গত ম্যাচে হেরে ঘুরে দাড়ানো চেষ্টাই ব্রাজিল, অন্যদিকে একটুও ছাড় দিবে না কলম্বিয়া। এদিকে জয়ের ধাঁরা বজায় রাখতে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলের কঠিন পরীক্ষা। কাল শুক্রবার ১৭ নভেম্বর, ২০২৩ সকাল ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে।

রাত পোহালেই কাল ভোর অপেক্ষায় হাই ভোল্টেজ দুটি ম্যাচ। একদিকে মুখোমুখি হবে ব্রাজিল বনাম কলম্বিয়া। অন্যদিকে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দলের মুখোমুখি হবে এই দুই ম্যাচে।

টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে টেবিলের তিন নম্বরে থাকা ব্রাজিল মুখোমুখি হবে পাঁচ নম্বরের কলম্বিয়ার সাথে। আগামীকাল ভোর ৬টায় অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে চার ম্যাচে চারটিতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার।

উরুগুয়ে দারুণ ছন্দে রয়েছেন চার ম্যাচে দুই জয়, এক হার এবং এক ড্র মোট ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।

অন্য ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স উরুগুয়ের মতই। দুই জয়, এক হার এবং এক ড্র মোট ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। শেষ দুই ম্যাচে একটি হার ও একটি ড্রর পর আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই কলম্বিয়ার বিপক্ষে জয় চাইবে তারা। তবে দলের বেশ কিছু প্লেয়ার দলে নেই। তাই নতুনদের নিয়েই আশা বাঁধতে হবে ব্রাজিলকে।

এদিকে খুব বেশি ছন্দে না থাকলেউ ব্রাজিলের সাথে অধিকাংশ ম্যাচ ড্র করেছে কলম্বিয়া। ফলে এই ম্যাচ থেকে পয়েন্ট আদায় করতে চাইবে দলটি।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)