২০ নভেম্বর, আর্জেন্টিনা বনাম পেরুর প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আর্জেন্টিনা দলের ২০২৪ সালের সকল ম্যাচ। এখন অনেকের মনে একটাই প্রশ্ন আর্জেন্টিনার খেলা কবে। ২০২৫ সালে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ও সময়সূচী। এই নিবন্ধে আপনাদের জানাবো আর্জেন্টিনা দলের পরবর্তী ম্যাচ কবে ও কোথায়।
আর্জেন্টিনার খেলা কবে ২০২৫
গত ম্যাচে কলোম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রা করার পরেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান এখনও সবার উপরে। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ৩৫ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা তার নিচেরয়েছে ইকুয়েডর যাদের পয়েন্ট ২৫।
- ০৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) – আর্জেন্টিনা 🆚 ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব)
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ও সময়সূচী
০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার ) – আর্জেন্টিনা 🆚 ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব)
১৪ সেপ্টেম্বর (রবিবার ) – ইকুয়েডর 🆚 আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)
(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)