সময়সূচীফুটবল

আর্জেন্টিনার খেলা কবে ২০২৫ | আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ও সময়সূচী

২০ নভেম্বর, আর্জেন্টিনা বনাম পেরুর প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আর্জেন্টিনা দলের ২০২৪ সালের সকল ম্যাচ। এখন অনেকের মনে একটাই প্রশ্ন আর্জেন্টিনার খেলা কবে। ২০২৫ সালে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ও সময়সূচী। এই নিবন্ধে আপনাদের জানাবো আর্জেন্টিনা দলের পরবর্তী ম্যাচ কবে ও কোথায়।

আর্জেন্টিনার খেলা কবে ২০২৫

গত ম্যাচে কলোম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রা করার পরেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান এখনও সবার উপরে। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ৩৫ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা তার নিচেরয়েছে ইকুয়েডর যাদের পয়েন্ট ২৫।

  • ০৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) – আর্জেন্টিনা 🆚 ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব)

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ও সময়সূচী


০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার ) – আর্জেন্টিনা 🆚 ভেনেজুয়েলা (বিশ্বকাপ বাছাইপর্ব)
১৪ সেপ্টেম্বর (রবিবার ) – ইকুয়েডর 🆚 আর্জেন্টিনা (বিশ্বকাপ বাছাইপর্ব)

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Related Articles